ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

প্রকাশিত: ০১:৩০, ২২ মে ২০১৮

সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের পুল এলাকায় বকেয়া বেতনের দাবিতে প্যাপিলন নীট কম্পোজিট লিঃ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ, নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ ও কর্মবিরতি পালন করেছে। শ্রমিকরা মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। পরে পুলিশের উপস্থিতিতে মালিক পক্ষের লোকজন বকেয়া বেতন দেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। পুলিশ ও শ্রমিকরা জানায়, সিদ্ধিরগঞ্জ পুলের এমএস টাওয়ারে অবস্থিত প্যাপিলন নীট কম্পোজিট লিঃ কারখানার ইউনিট-২ এ ২শ’ ৮০ শ্রমিক কাজ করছে। শ্রমিকদের এপ্রিল-২০১৮ইং মাসের বেতন বকেয়া রয়েছে। এ বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সকাল ৮টায় কারখানায় এসে কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন শুরু করে। পরে শ্রমিকরা বেতন পাওয়ার আশ্বাস না পেয়ে সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে গিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শ্রমিকরা বিক্ষোভ করে। খবর পেয়ে শিল্পাঞ্চল পুলিশ ও থানা পুলিশ ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের কর্মকর্তারা শ্রমিকদের বুঝিয়ে-শুনিয়ে কারখানার ভেতরে নিয়ে গেলে যানবাহন চলাচল শুরু হয়। বেলা ১টায় মালিক পক্ষের লোকজন পুলিশের উপস্থিতিতে আগামী বৃহস্পতিবার বেতন দেয়ার আশ্বাস দেন। পরে শ্রমিকরা কাজে যোগ দেয়। নারী শ্রমিক শাহনাজ বেগম জানান, সর্বশেষ ১৫ মে আমাদের বকেয়া বেতন দেয়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবার পর্যন্ত বেতন পরিশোধ করা হয়নি। ফলে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা এক ঘন্টা রাস্তায় অবস্থান করেছি। প্যাপিলন নীট কম্পোজিট লিঃ কারখানার পরিচালক (মার্কেটিং ও অপারেশন) ফারুক হোসেন জানান, শ্রমিকদের এক মাসের বেতন বকেয়া রয়েছে। আমাদের ফ্যাক্টরী স্থাপনের ৪ বছরেও এ ধরণের অবস্থা সৃষ্টি হয়নি। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমে এসেছিল। তারা অল্প কিছু সময় রাস্তায় ছিল। পরে আমরা তাদেরকে রাস্তা থেকে সরিয়ে ফ্যাক্টরীর ভেতরে নিয়ে আসি। মালিকপক্ষ আগামী বৃহস্পতিবার বকেয়া বেতন দেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়ে কাজে যোগ দেয়।
×