ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যে কাপড় রং বদলায়

প্রকাশিত: ০৬:২২, ২০ মে ২০১৮

যে কাপড় রং বদলায়

সম্প্রতি ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডার একদল বিজ্ঞানী এমন এক প্রযুক্তির খবর দিল যা কাপড়ের রংই শুধু বদলাবে না, বদলে যাবে কাপড়ের ওপর থাকা নক্সা বা ডিজাইনও। মোবাইলে এ্যাপের সাহায্যেই এটির পরিবর্তন করা যাবে। বিজ্ঞানীরা ক্রোমরফস নামের প্রযুক্তির দ্বারা এমন অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখাচ্ছেন। আপাতত এই কাপড় মোটা কাপড় হিসেবেই পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে; যা দিয়ে ব্যাগ বা অন্যান্য ব্যবহার্য জিনিস যেমন জুতা তৈরির মতো কাপড় পাওয়া যাবে। তবে গবেষকরা জানিয়েছেন, তারা দ্রুতই এটি ব্যবহার্য কাপড়ের মতো কাপড়ে রূপান্তর করতে সক্ষম হবেন। এই প্রযুক্তির মাধ্যমে কাপড় তৈরির উপাদান বা আঁশের সাহায্যেই কাপড়ের রং বদলানোর কাজটি করা হয়। একই সঙ্গে এটা ডিজাইন বা নক্সা বদলানোর মতো অবস্থায় নেয়া যাবে। এই কাপড়ের জন্য যখন সুতা তৈরি করা হয়, তাতে সূক্ষ্ম এক ধরনের আঁশ যুক্ত করা হয় যা রং পরিবর্তনের জন্য কাজ করে। এই আঁশ থার্মোক্রমিক পিগমেন্ট পদ্ধতিতে এর রং বদলায়। তবে এটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। গবেষকরা আশা করছেন, শীঘ্রই এর বাণিজ্যিক ব্যবহার সম্ভব হবে। -ওয়েবসাইট
×