ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে ৪ দিনেও স্বাভাবিক হয়নি বিদ্যুত ব্যবস্থা

প্রকাশিত: ০৬:৫৬, ২১ এপ্রিল ২০১৮

বরিশালে ৪ দিনেও স্বাভাবিক হয়নি বিদ্যুত ব্যবস্থা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ কালবৈশাখী ঝড়ে আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলায় লন্ডভন্ড হওয়া গ্রামে ফসল, কাঁচা ঘরবাড়ি, গাছপালা, পোল্ট্রি ফার্ম বিধ্বস্ত হয়ে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। ঝড়ের পর চারদিনেও সচল হয়নি বিপর্যস্ত বিদ্যুত ব্যবস্থা। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহম্মেদ রাসেল জানান, ১৭ এপ্রিল দুপুরে কালবৈশাখী ঝড়ে মুহূর্তের মধ্যে কয়েকটি গ্রাম লন্ডভন্ড হয়ে কৃষকের ক্ষেতের পাকা ধান, পানবরজ, কাঁচা ঘরবাড়ি, গাছপালা, পোল্ট্রি ফার্ম বিধ্বস্ত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ত্রাণ ও পুনর্বাসন অধিদফতরের বরাত দিয়ে তিনি আরও জানান, প্রাথমিকভাবে নিরুপণ করা ক্ষয়ক্ষতির তালিকা অনুযায়ী উপজেলার পাঁচটি ইউনিয়নে ধান, পান বরজ, গাছপালা, পোল্ট্রি ফার্মে সাত কোটি ৮২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও ঝড়ে ২৮২টি ঘরবাড়ির ক্ষতি হয়েছে। এর মধ্যে ২৩৭টি কাঁচা ঘরবাড়ির আংশিক ও ৪৫টি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ঝড়ে ঘরবাড়ি হারিয়ে অনেক পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছেন।পল্লীবিদ্যুত আগৈলঝাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ হযরত আলী জানান, ঝড়ে উপজেলার সকল এলাকার বিদ্যুত ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ের কারণে ২০টি বিদ্যুতের খুঁটি ভেঙ্গে গিয়ে ও বিভিন্ন স্থানে সঞ্চালন তারে গাছ পড়ে ছিড়ে বড় ধরনের ক্ষতি হয়েছে। ঝড়ের ক্ষয়ক্ষতির নিরুপণের বরাত দিয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন জানান, উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ফসল ও ঘর বিধ্বস্ত হয়ে সাত কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। ঝড়ে বোরো ধানের প্রায় অর্ধ কোটি টাকা, পান বরজে প্রায় ২২ লাখ টাকাসহ ফসলে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।
×