ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে ১৫তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

প্রকাশিত: ০৪:৩৯, ১০ এপ্রিল ২০১৮

বরিশালে ১৫তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর বান্দরোডের বিআইডব্লিউটি’র মাঠে মাসব্যাপী ১৫তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন। বরিশাল চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র আয়োজনে রবিবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানের চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ সাইদুর রহমান রিন্টুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চেম্বার অব কমার্সের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক, এটিএম শহিদুল্লাহ, মেট্রোপলিটন ডিসি ডিবি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূইয়া, ডিসি ট্রাফিক উত্তম কুমার পাল, মেট্রোপলিটন পুলিশ সুপার সিদ্দিকুর রহমান, মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল প্রমুখ। সভার শুরুতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে ১৫তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়। মেলা কমিটির পরিচালক নিরব হোসেন টুটুল বলেন, এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ১২টি প্যাভিলিয়নে এখন পর্যন্ত বিদেশী ব্যবসায়ীদের স্টল না এলেও ঢাকাসহ দেশের বিভিন্নস্থানের ৮৪টি স্টল স্থান পেয়েছে। চট্টগ্রামে মিল্ক ভিটার বিক্রয় কেন্দ্র অর্থনৈতিক রিপোর্টার ॥ চট্টগ্রামে সরকারীভাবে দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্ক ভিটার বিপণন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে নগরীর চকবাজার এলাকায় এ কার্যালয়ের উদ্বোধন করেন মিল্ক ভিটা দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়নের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নগরীতে এটি ছাড়াও আরও ৩টি বিক্রয় কেন্দ্র খোলা হবে। তরল দুধ, পাউডার দুধ, দই, মাখনসহ বিভিন্ন ধরনের দুধের সামগ্রী এ দোকানে পাওয়া যাবে।
×