ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার থেকে মাস্টার্স ভর্তির আবেদন শুরু

প্রকাশিত: ০৪:০৫, ১০ এপ্রিল ২০১৮

বৃহস্পতিবার থেকে মাস্টার্স ভর্তির আবেদন শুরু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ সালের মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে এলএলবি ১ম পর্ব/পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম/ ডিপ্লোমা ইন লাইব্রেরী এ্যান্ড ইনফরমেশন সায়েন্স/এম.এসসি. ইন কম্পিউটার সায়েন্স/ মাস্টার অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)/ এমবিএ ইন এ্যাপারেল মার্চেন্ডাইজিং কোর্সসমূহের অনলাইন প্রাথমিক আবেদন আগামী বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে শুরু হবে এবং তা চলবে ৬ মে রাত ১২টা পর্যন্ত। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং অথবা ধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ)-এ থেকে জানা যাবে। এ ভর্তি কার্যক্রমের ক্লাস ১ জুলাই থেকে শুরু হবে। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে কোটার মেধা তালিকা বুধবার প্রকাশ করা হচ্ছে। উক্ত ফল ওইদিন বিকেল ৪টা থেকে ঝগঝ-এর মাধ্যমে হঁ<ংঢ়ধপব>ধঃসভ<ংঢ়ধপব>ৎড়ষষ লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করে এবং রাত ৯টায় ওয়েবসাইট অথবা .হঁ.বফঁ.নফ থেকে ফল পাওয়া যাবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িহঁ.বফঁ.নফ অথবা িি.িহঁনফ.রহভড়) থেকে জানা যাবে।
×