ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ সংসদ অধিবেশন শুরু

প্রকাশিত: ০৫:৫২, ৮ এপ্রিল ২০১৮

আজ সংসদ অধিবেশন শুরু

সংসদ রিপোর্টার ॥ দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন আজ রবিবার বিকেল ৫টায় শুরু হচ্ছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরুর আগে অধিবেশনের মেয়াদকাল ও কার্যক্রম চূড়ান্ত করতে কার্যোপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সংক্ষিপ্ত হলেও এ অধিবেশন আসতে পারে সংবিধানের সপ্তদশ সংশোধনী বিল। এ বিলে সংরক্ষিত আসনে নারীদের নির্বাচনের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ফলে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও থাকছে সংরক্ষিত আসন। সংবিধান অনুযায়ী, ৩৫০ জন সংসদ সদস্য নিয়ে সংসদ গঠিত হয়। দুই ধরনের নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে সদস্যরা নির্বাচিত হন। এর মধ্যে একক আঞ্চলিক নির্বাচনী এলাকাসমূহ থেকে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে ৩০০ জন এবং সংসদের আনুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতিতে ৫০ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য নির্বাচিত হন। সংবিধানের ৬৫ (৩) অনুচ্ছেদ অনুযায়ী, বর্তমানে থাকা ৫০ জন সংরক্ষিত নারী সদস্যের মেয়াদ চলতি সংসদেই শেষ হচ্ছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংসদের ২০তম অধিবেশন এই অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে। সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য এ সংক্ষিপ্ত অধিবেশন ডাকা হয়েছে। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে। সে অনুযায়ী এ অধিবেশনের মেয়াদ ৫ থেকে ৭ দিন হতে পারে। আজকের কার্যোপদেষ্টা কমিটির বৈঠকে বিষয়টি চূড়ান্ত হবে। সংক্ষিপ্ত হলেও এ অধিবেশন বেশ ক’টি বিল পাস ও উত্থাপন হতে পারে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে দেশের অগ্রগতির আন্তর্জাতিক স্বীকৃতির কারণে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে একটি ধন্যবাদ প্রস্তাব উত্থাপন এবং তার ওপর আলোচনা শেষে তা গৃহীত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে গত ২৮ ফেব্রুয়ারি সংসদের ১৯তম ও ২০১৮ সালের প্রথম অধিবেশন শেষ হয়। গত ৭ জানুয়ারি শুরু হওয়া ওই অধিবেশন ছিল বছরের প্রথম অধিবেশন। সংসদের প্রথা ও সংবিধান অনুযায়ী অধিবেশনের প্রথম কার্যদিবসে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ভাষণ দেন। ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সরকার ও বিরোধীদলের মোট ২৩৩ জন সংসদ সদস্য ৬৪ ঘণ্টা ৯ মিনিট আলোচনা করেন। আলোচনা শেষে গত ২৭ ফেব্রুয়ারি সর্বসম্মতভাবে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়।
×