ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাডলাইটে আলো কম

প্রকাশিত: ০৭:০২, ৪ এপ্রিল ২০১৮

বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাডলাইটে আলো কম

স্পোর্টস রিপোর্টার ॥ বাফুফের বারবার তাগাদার পরও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ফ্লাডলাইট সংস্কারের উদ্যোগ নিচ্ছে না জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এতে এএফসি কাপের হোম ম্যাচগুলো রাতে আয়োজন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের আগে এই সমস্যা সমাধান হবেÑ এমনটাই বিশ্বাস বাফুফে কর্তাদের। এএফসি কাপের চূড়ান্তপর্বে খেলছে ঢাকা আবাহনী। গ্রুপপর্বে তিনটি হোম ম্যাচ এবং তিনটি এ্যাওয়ে ম্যাচ খেলছে তারা। গত ৭ মার্চ হোম ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ ছিল মালদ্বীপের নিউ রেডিয়েন্ট ক্লাব। ইচ্ছা থাকার পরও ফ্লাডলাইটে ম্যাচটি আয়োজন করতে পারেনি বাফুফে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী মাঠে কমপক্ষে এক হাজার চার শ’ লাক্স আলো থাকতে হয়। কিন্তু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেই পরিমাণ মাত্র সাড়ে ছয় শ’ লাক্স। ইতোমধ্যেই ফ্লাডলাইট নিয়ে বাফুফেকে সতর্ক করেছে এএফসি।
×