ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গার্ডিওলা-ক্লপ : ব্যাটল অব ব্রিটেন

প্রকাশিত: ০৭:০১, ৪ এপ্রিল ২০১৮

গার্ডিওলা-ক্লপ : ব্যাটল অব ব্রিটেন

স্পোর্টস রিপোর্টার ॥ চ্যাম্পিয়ন্স লীগে আজ রাতে লিভারপুল-ম্যানচেস্টার সিটি মহারণ। ম্যাচটি নিয়ে চলছে তুমুল আলোচনা। জম্পেশ লড়াইয়ের মধ্যে আরও একটি লড়াই দেখতে উদগ্রীব সবাই। কেননা ডাগআউটে মুখোমুখি হচ্ছেন সময়ের অন্যতম সেরা দুই কোচ পেপ গার্ডিওলা ও জার্গেন ক্লপ। স্প্যানিশ গার্ডিওলা সিটির ও জার্মান ক্লপ দাঁড়াবেন লিভারপুলের ডাগআউটে। ম্যাচটি নিয়ে তাই স্পেন-জার্মানে তুমুল উত্তেজনা বিরাজ করছে। আর তাই ম্যাচটিকে বলা হচ্ছে ব্যাটল অফ ব্রিটেন। বলাই বাহুল্য ম্যাচে উত্তেজনার পারদ থাকবে সর্বোচ্চ পর্যায়ে। তবে ব্যাটল অফ ব্রিটেনের মধ্য যুদ্ধ হবে স্পেন-জার্মানিরও। দুই দলের কোচ এই দুই দেশীয়। দুই কোচের মশলাদার ও আগুনে ম্যাচ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। ম্যানচেস্টার সিটির ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা প্রায় নিশ্চিত হয়ে গেছে। আর মাত্র তিন পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হবে তারা। তবে দলটির আপাতত সব ফোকাস চ্যাম্পিয়ন্স লীগ ঘিরে। সব ভুলে লিভারপুল ম্যাচের দিকে তাকিয়ে কোচ গার্ডিওলা। দ্য রেডসদের বিপক্ষে সেমিফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে নামবে ম্যানসিটি। সেই লিভারপুলও কিন্তু নিজেদের ভাবনাগুলো ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছে। দলটির কোচ জার্গেন ক্লপ পরিষ্কারভাবে বলেছেন, সিটির বিরুদ্ধে তার দল আগুনে মেজাজ নিয়েই নামবে। প্রিমিয়ার লীগে চলতি মৌসুমে ম্যানসিটি আর লিভারপুল ম্যাচ বেশ সরগরম ছিল। প্রথম দেখায় সিটির কাছে ৫-০ গোলে হারে লিভারপুল। তবে দ্বিতীয় সাক্ষাতে সিটিজেনদের ৪-৩ গোলে হারিয়ে দেয় ক্লপের দল। আবার মুখোমুখি হওয়ার আগে ক্লপ বলেন, আমরা জানি সিটি ম্যাচটা কঠিন হবে। ইপিএলের প্রথম দফায় কি জানতাম ৫-০তে হারব বা দ্বিতীয় লেগে ৪-৩ ব্যবধানে জিতব। তখন একটা জিনিসই মাথায় কাজ করে, ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা থাকে। তবে এটাও মেনে নিতে হবে, এই যুদ্ধে তারাই (সিটি) ফেবারিট। কেন গার্ডিওলার দল এগিয়ে? ক্লপ সোজাসুজি বলেন, আমরা দুটো দল একই জায়গায় দাঁড়িয়ে। কিন্তু তারা অনেক বেশি ধারাবাহিক। যে কারণে লীগে আমাদের চেয়ে তারা ২০ পয়েন্টে এগিয়ে। আমাদের পরের পর্বে যাওয়ার সুযোগ আছে। তবে সেটা কঠিন, খুব কঠিন। আর নিজের খেলোয়াড়দের নিয়ে গার্ডিওলা বলেন, সব কোচই তার পুরো দল ব্যবহার করেন। বেঞ্চে যারা বসে থাকে তারা দল জেতাতে পারে না এটা বিশ্বাস করি না। আমরা ইপিএল জেতার জায়গায় পৌঁছেছি খেলোয়াড়দের সবার অবদানের কারণে। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার মাথা এখন পুরোপুরি লিভারপুল ম্যাচ নিয়ে ব্যস্ত। বলা যায়, ডুবে আছি।
×