ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুক্তিযুদ্ধের শক্তি ছাড়া কারও অস্তিত্ব থাকার সুযোগ নেই ॥ নূর

প্রকাশিত: ০৬:৪৬, ৪ এপ্রিল ২০১৮

মুক্তিযুদ্ধের শক্তি ছাড়া কারও অস্তিত্ব থাকার সুযোগ নেই ॥ নূর

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের শক্তি ছাড়া বাংলাদেশে কারও অস্তিত্ব থাকার কোন সুযোগ নেই। যদি এ জায়গাটিতে আমরা আপোস করি তাহলে চিরকালই আমরা পথভ্রষ্ট হব। এই জায়গাটিতে আপোস করার কোন সুযোগ নেই। বাংলাদেশে ক্ষমতায় যে থাকবে তাকেও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে হবে, যে বিরোধীদলে থাকবে তাকেও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে হবে। যারা এদেশের রাজনীতি করবেন, যারাই এদেশের নাগরিক হিসেবে নিজেদের পরিচয় দেবেন, তাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করার সুযোগ নেই। মঙ্গলবার দুপুরে গাজীপুরের বোর্ড বাজারস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আমাদের মুক্তি সংগ্রাম, বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোল্লা মাহফুজ আল-হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে মূলবক্তা ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন। এছাড়া বক্তব্য রাখেন- অধ্যাপক খন্দকার বজলুল হক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
×