ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পটুয়াখালীতে তথ্য সচিবের মতবিনিময় সভা

প্রকাশিত: ২৩:২৭, ৩০ মার্চ ২০১৮

পটুয়াখালীতে তথ্য সচিবের মতবিনিময় সভা

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগ ও বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে জেলা পটুয়াখালী প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা প্রশাসকের দরবার হলে জেলা প্রশাসক ড. মোঃ মাছুমুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক। প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান সরকারের চলমান উন্নয়ন প্রকল্প ও সরকারের সাফল্যগুলো জনগনের কাছে তুলে ধরতে সাংবাদিকদের এগিয়ে আসার আহবান জানান। এ সময় অনান্যদের মধ্যে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, পৌর মেয়র ডাক্তার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান এ্যাড. মোঃ তারিকুজ্জামান মনি, প্রেসক্লাব সভাপতি স্বপন ব্যানার্জী, সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়সহ পটুয়াখালীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিক এবং সরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গনমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মত বিনিময় সভাযর পূর্বে প্রধান অতিথি আব্দুল মালেক তথ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করায় পটুয়াখালী প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য আবদুল মালেক’র গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়।
×