ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফাস ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৬:১৯, ২৯ মার্চ ২০১৮

ফাস ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফাস ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানিটির পর্ষদ ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ সুপারিশ করেছে। আলোচ্য সময়ে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১০ পয়সা। সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ৬৭ পয়সা। আর এককভাবে কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ৩ পয়সা। শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ৭৩ পয়সা। আগামী ২০ জুন কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ এপ্রিল। -অর্থনৈতিক রিপোর্টার ইনফরমেশন সার্ভিসেসের ইজিএম ১৩ মে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কসের পরিচালনা পর্ষদ আগামী ১৩ মে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আগামী ১৩ মে বিকেল ৪টায় টিএমসি বিল্ডিং, নিউ ইস্কাটন রোডে কোম্পানিটির ইজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানিটির আর্টিকেল নম্বর-৬ প্রতিস্থাপন ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিষয় ইজিএমে অনুমোদন করা হবে। কোম্পানিটি ইজিএমের জন্য আগামী ১৭ এপ্রিল রেকর্ড ডেট নির্ধারণ করেছে। -অর্থনৈতিক রিপোর্টার
×