ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আইপে অ্যাপের যাত্রা শুরু

প্রকাশিত: ০৬:৩৮, ২৮ মার্চ ২০১৮

আইপে অ্যাপের যাত্রা শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাণিজ্যিক যাত্রা শুরু“করল দেশের প্রথম অনলাইনভিত্তিক অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান আইপে সিস্টেমস লিমিটেড। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে মোবাইল ওয়ালেটভিত্তিক কেনাকাটার এ্যাপ ‘আইপে’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্মার্টফোন থেকে গুগল প্লেস্টোরে গিয়ে আইপে এ্যাপ ডাউনলোড করা যায়। এরপর খুব সহজেই একটি ডিজিটাল ওয়ালেট খোলা যায় আইপে এ্যাপে। এ্যান্ড্রয়েড ও আইওএস-সমর্থিত স্মার্টফোন ছাড়াও ফিচার ফোন থেকে ব্রাউজারের মাধ্যমে ব্যবহার করা যায় আইপে ওয়ালেট। এর মাধ্যমে কেনাকাটা ও অন্যান্য বিল পরিশোধ করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইপে সিস্টেমস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহিদুল আহসান ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাকারিয়া স্বপন।
×