ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের চেয়ে অনেক সূচকে এগিয়ে বাংলাদেশ

প্রকাশিত: ০৪:১৫, ২৭ মার্চ ২০১৮

পাকিস্তানের চেয়ে অনেক সূচকে এগিয়ে বাংলাদেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পাকিস্তানের শোষকদের হাতে নানাভাবে উপেক্ষিত ছিল পরাধীন বাংলাদেশের অর্থনৈতিক অধিকার। স্বাধীনতার পর সেখান থেকে আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দেশের প্রবীণ অর্থনীতিবিদ ও ব্যাংকাররা মনে করেন, ৪৭ বছরের পরিক্রমায় পাকিস্তানের চেয়েও বাংলাদেশ এখন বিভিন্ন আর্থ-সামাজিক সূচকে ভাল অবস্থানে রয়েছে। তাদের মতে, সুনির্দিষ্ট রাজনৈতিক অঙ্গীকার এবং সরকারের ধারাবাহিকতায় বেগবান হয়েছে দেশের উন্নয়ন। স্বাধীনতার আগে পাকিস্তানের প্রধান রফতানি পণ্য পাট ছিল এদেশেরই কৃষকের রক্ত, ঘামে ফলানো সোনালী ফসল। অথচ পশ্চিম পাকিস্তানের মাথাপিছু আয়ের তুলনায় পাকিস্তানের এ অংশের মাথাপিছু আয় ছিল অর্ধেকেরও কম। রাজনৈতিক অধিকারের পাশাপাশি এমন অর্থনৈতিক বৈষম্যও বাঙালী জাতিকে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে বাধ্য করে। লাখো শহীদের আত্মত্যাগে নয় মাসের মাসের যুদ্ধে পাওয়া রক্তিম স্বাধীনতার পর অনেকটা শূন্য হাতেই যাত্রা শুরু করে বাংলাদেশ। সেসময়ের শোষক পাকিস্তানকে দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রার মজুদ, রফতানি, বাণিজ্য ঘাটতিসহ বিভিন্ন আর্থিক সূচকে পেছনে ফেলেছে আজকের বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গবর্নর ইব্রাহিম খালেদ বলেন, আমার দেশের যেখানে ৬ তখন পাকিস্তানের ৩%, তারা এখন সাড়ে ৪ % আমরা এতদিনে ৭% এর উপরে। কাজেই যারা ডোমিনেট করত তারা এখন আর কম্পিট করতে পারছে না। বাঙালীরা অনেক মেধাবী। কিন্তু তাদের কাজ করতে দেয়া হয়নি। পিকেএসএফ চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, আমরা যে পাকিস্তান থেকে বেরিয়ে এসেছিলাম কেননা সেখানে আমাদের অংশগ্রহণ ছিল না, এই ধারাবাহিকতা এখন চলছে, এ কারণেই আমরা এগিয়ে আছি। অর্থনীতির পাশাপাশি নাগরিকদের গড় আয়ু, নারীর ক্ষমতায়ন, ক্ষুধা, মানব সম্পদ উন্নয়ন সূচকেও পাকিস্তানের চেয়ে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। কাজী খলীকুজ্জমান আহমেদ আরও বলেন, স্বাস্থ্য খাতে আর সহস্রাব্দ উন্নয়ন এবং নারী উন্নয়নেও বাংলাদেশ অনেক ভাল করেছে। আন্তর্জাতিক পরিম-লেও বাংলাদেশের অবস্থান অনেক উপরে। গত এক যুগে বাংলাদেশের জিডিপির আকার বেড়েছে আড়াই গুণ, আইএমএফ বলছে, উন্নয়নের এ হার অব্যাহত থাকলে ২০২২ সালে নমিনাল জিডিপিতে বাংলাদেশ পাকিস্তানের তুলনায় ৪ ধাপ এগিয়ে থাকবে।
×