ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্যাংক খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে

প্রকাশিত: ০৬:৫৫, ২৫ মার্চ ২০১৮

ব্যাংক খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানিগুলোতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ধারণের পরিমাণ বেড়েছে। গত জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি বেড়েছে এই শেয়ার ধারণের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। দেখা গেছে, ব্যাংক খাতে তালিকাভুক্ত ৩০টি কোম্পানির মধ্যে এখন পর্যন্ত ২৬টি কোম্পানির শেয়ারহোল্ডিং পজিশন প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ১৮টি কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর শেয়ারহোল্ডিং পজিশন বেড়েছে। আর ৮টি কোম্পানিতে এই পজিশন কমেছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর শেয়ারহোল্ডিং সব চেয়ে বেশি বেড়েছে স্ট্যান্ডার্ড ব্যাংকে। ফেব্রুয়ারি মাসে বেড়েছে ২ শতাংশ। এরপর ঢাকা ব্যাংকে বেড়েছে দশমিক ৮৪ শতাংশ। এছাড়া ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, এক্সিম ব্যাংক, আইসিবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট, এনবিএল, এনসিসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, পূবালী ব্যাংক, এসআইবিএল এবং ইউসিবিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর শেয়ারহোল্ডিং পজিশন বেড়েছে। এদিকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর শেয়ারহোল্ডিং পজিশন সব চেয়ে বেশি কমছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে। ফেব্রুয়ারি মাসে এই পজিশন কমেছে ৩.০১ শতাংশ। এছাড়া এবি ব্যাংক, আল-আরাফাহ, ইস্টার্ন ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক এবং শাহজালাল ব্যাংকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর শেয়ারহোল্ডিং পজিশন কমেছে।
×