ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিএনপি বিজয়ী হলে মিষ্টি বিতরণ করে, হেরে গেলে ফল বর্জন ॥ ইনু

প্রকাশিত: ০৪:৪১, ২৫ মার্চ ২০১৮

বিএনপি বিজয়ী হলে  মিষ্টি বিতরণ করে,  হেরে গেলে ফল বর্জন ॥ ইনু

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৪ মার্চ ॥ জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী। সুপ্রীমকোর্ট বার এ্যাসোসিয়েশন নির্বাচনে বিএনপি প্রার্থীদের বিজয়ই প্রমাণ করে বর্তমান সরকার নির্বাচনে হস্তক্ষেপ করে না। বিএনপির চরিত্র হলো তারা বিজয়ী হলে মিষ্টি বিতরণ করে আর হেরে গেলে ফল বর্জন করে। তথ্যমন্ত্রী শনিবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। উন্নয়ন এবং শান্তির ধারা বজায় রাখতে বর্তমান সরকারের বিকল্প নেই। বিএনপি নেতাদের উদ্দেশে ইনু বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নিলে তারাও ভাল ফলাফল করতে পারে। কুষ্টিয়া-ঝিনাইদহ ও কুষ্টিয়া-ভেড়ামারা বিধ্বস্ত মহাসড়ক দুটির উন্নয়ন কবে হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আগামী ১০ দিনের মধ্যে ভেড়ামারা-কুুষ্টিয়া মহাসড়কের উন্নয়নের কাজ শুরু হবে এবং আগামী বর্ষা মৌসুম শুরুর আগেই কাজ শেষ হবে। তিনি বলেন, টেন্ডারসহ সকল প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন বাকি শুধু ঠিকাদারী প্রতিষ্ঠানকে ওয়ার্কওর্ডার দেয়া। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু পরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পৌরসভার কাউন্সিলর ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নাইমুল হকের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তথ্যমন্ত্রীর সহধর্মিণী আফরোজা হক রিনা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, এমদাদুল ইসলাম আতা, এসএম আনছার আলী প্রমুখ।
×