ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিডনিতে তিনদিনের বিশেষ সম্মেলন

আসিয়ানে রোহিঙ্গা ইস্যুতে চাপের মুখে সুচি

প্রকাশিত: ০৪:২০, ১৯ মার্চ ২০১৮

আসিয়ানে রোহিঙ্গা ইস্যুতে চাপের মুখে সুচি

সিডনিতে অনুষ্ঠিত আসিয়ানের বিশেষ সম্মেলনে রবিবার দক্ষিণ চীন সাগরের গুরুত্ব অনুধাবন করে অসামরিকীকরণ প্রক্রিয়া নিয়ে অস্ট্রেলিয়া ও তার আসিয়ান প্রতিবেশীরা একমত হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে চাপের মুখে মিয়ানমারের নেত্রী আউং সান সুচি। এএফপি। এ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনস (আসিয়ান) নেতারা তিনদিনের এক বিশেষ সম্মেলনে যোগদেন। তারা এতে চরমপন্থী ও মৌলবাদীদের সহিংস সংঘাত মোকাবেলা করার জন্য আরও ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য সম্মত হন। দক্ষিণ চীন সাগর নিয়ে আঞ্চলিক উত্তেজনায় নেতারা উদ্বিগ্ন বলে জানা গেছে। তারা বেজিংয়ের কৃত্রিম দ্বীপ নির্মাণ ও তাতে সামরিক স্থাপনা স্থাপনের জন্য ক্ষোভ প্রকাশ করা হয়। যা এ অঞ্চলের অন্য দাবিদারদের হেয় করা হচ্ছে বলে জানান হয়। ভিয়েতনসাম ও ফিলিপিন্সের পাশাপাশি তাইওয়ান, মালায়েশিয়া ও ব্রুনেইও দক্ষিণ চীন সাগরের দাবিদার। সম্মেলনে বেজিংয়ের নাম না নিয়ে ক্যানবেস ও আসিয়ানের সদস্যরা শান্তি, স্থিতিশীলতা, সামুদ্রিক নিরাপত্তা, নৌযানের স্বাধীনতা ও ওই অঞ্চলের বিকাশ এবং গুরুত্বের ওপর বিশেষ জোর দেয়। দক্ষিণ চীন সাগর নিয়ে সব নেতা সমান অংশীদার দাবি করেন। আমরা দক্ষিণ চীন সাগরসহ ওই অঞ্চলের নিয়মভিত্তিক আদেশ ও আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এই সম্মেলনে অস্ট্রেলিয়ার পূর্ণ সদস্যপদ নিয়ে সিদ্ধান্ত হতে পারে। সম্মেলনে নাগরিকদের মানবাধিকার নিয়েও কথা হয়। এতে মিয়ানমারের মুসলমান সংখ্যালঘু সম্প্রদায় রোহিঙ্গাদের প্রতি সেনাবাহনীর সদস্যদের বর্বরতার নিন্দা জানান হয়েছে।
×