ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খিলগাঁওয়ে বাস খাদে পড়ে আহত ২০ যাত্রী

প্রকাশিত: ০৫:৫৮, ১৫ মার্চ ২০১৮

খিলগাঁওয়ে বাস খাদে পড়ে আহত ২০ যাত্রী

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খিলগাঁওয়ে যাত্রীবাস খাদে পড়ে ২০ জন আহত ও খিলক্ষেত কাঁচাবাজারে আগুন লেগে কয়েকটি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার রাতে খিলগাঁও ত্রিমোহিনী সেতুতে ওঠার সময় স্বাধীন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ২০ যাত্রী আহত হন। থানার ওসি মশিউর রহমান জনকণ্ঠকে জানান, সেতুতে ওঠার জায়গাটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তুলনামূলক অনেক উঁচু হওয়ায় এমন ঘটনা ঘটছে। স্বাধীন পরিবহনের বাসের চালক রাতের অন্ধকার থাকায় ভাল করে দেখতে না পাওয়ার কারণে উঠতে গিয়ে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে অন্তত ২০ জন আহত হয়। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাসটি ডেমরা যাচ্ছিল। বাসটি তাদের হেফাজতে রয়েছে। তবে বাসের চালক ও হেলপার সবাই পালিয়ে গেছে। আহতদের মধ্যে বাসের যাত্রী সেলিম (৩০) ও আলামিনকে (২৩) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে খিলক্ষেত মান্নান প্লাজার সামনে খিলক্ষেত কাঁচাবাজারের একটি খাবার হোটেলে আগুন লাগে। আগুনে কয়েকটি ফল ও সবজির দোকান পুড়ে গেছে।
×