ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভারতীয় হাইকমিশনে ৯ মার্চ থেকে যোগ ক্লাস শুরু

প্রকাশিত: ০৬:০০, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

ভারতীয় হাইকমিশনে ৯ মার্চ থেকে যোগ ক্লাস শুরু

কূটনৈতিক রিপোর্টার ॥ ঢাকার ভারতীয় হাইকমিশন আবারও জনপ্রিয় যোগ কোর্স ‘যোগআইএইচসি ঢাকা’ শুরু করতে যাচ্ছে। হাইকমিশনের বারিধারার কার্যালয়ে (প্লট নং- ১-৩, পার্ক রোড, বারিধারা) এই কোর্সের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী ৯ মার্চ থেকে প্রতি শুক্রবার যোগ ক্লাস শুরু হবে। আর ২১ জুন ঢাকায় আন্তর্জাতিক যোগ দিবস উদ্যাপিত হবে। ভারতীয় যোগ শিক্ষিকা শ্রীমতি মাম্পি দে প্রথম পর্যায়ে (সাধারণ যোগবিধি অনুসারে) ক্লাস নেবেন। ব্যাচের সময়সূচী হলো ব্যাচ-১ সকাল ৮টা থেকে ৮:৪৫ টা। আর ব্যাচ-২ সকাল ৯ টা থেকে ৯:৪৫ টা। এই উদ্যোগ ঢাকার ভারতীয় হাইকমিশনের একটি অনন্য ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করেছে যার মাধ্যমে মিশন আয়োজিত সকল ইভেন্টের জন্য নিবন্ধন করা যাবে। নিবন্ধন করার জন্য হাইকমিশনের ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হয়েছে।
×