ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে সড়ক চার লেনে উন্নীতকরণ লক্ষ্যে উচ্ছেদ শুরু

প্রকাশিত: ০৪:৫৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

ঠাকুরগাঁওয়ে সড়ক  চার লেনে উন্নীতকরণ লক্ষ্যে উচ্ছেদ শুরু

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৩ ফেব্রুয়ারি ॥ শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা মোড় থেকে স্টেশনরোডের বালিয়াডাঙ্গী মোড় পর্যন্ত চার দশমিক ১০ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীতকরণের লক্ষ্যে সড়কের দুইপার্শ্বে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। শুক্রবার সকালে সড়ক ও মহাসড়ক বিভাগের উপ-সচিব মাহাবুবুর ফারুকীর নেতৃত্বে দু’টি বুলডোজার শহরের চৌরাস্তা প্রাঙ্গণে মসজিদ মার্কেটের ঘর এবং জেলা জজ আদালতের সীমানাপ্রাচীরসহ সড়কের দুই পাশে অর্ধশত ইমারত গুঁড়িয়ে দেয়া হয়। এ সময় চৌরাস্তার আশপাশের এলাকায় বিদ্যুত, টেলিফোন, ক্যাবল নেটওয়ার্কসহ অন্যান্য জরুরী সংযোগ বন্ধ রাখা হয়। একই সঙ্গে চৌরস্তা থেকে স্টেশনরোড বালিয়াডাঙ্গী মোড় পর্যন্ত রাস্তার দুইপার্শ্বে দোকানপাট ও বাড়িঘরের অনেক মালিক নিজেদের দায়িত্বে তাদের ইমারত ভাঙ্গার কাজ শুরু করেন। এ উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সড়ক বিভাগ, ভূমি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কাজের সঙ্গে জড়িত কর্মকর্তাসহ অসংখ্য পুলিশ উপস্থিত ছিলেন।
×