ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বনভোজনের ট্রলারে হামলা ॥ আহত ১৫

প্রকাশিত: ০৬:২৪, ২৮ জানুয়ারি ২০১৮

বনভোজনের ট্রলারে হামলা ॥ আহত ১৫

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর বাজার সংলগ্ন কালাবদর নদীতে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বনভোজনের ট্রলারে ডাকাত দল লুটপাট করেছে। ঘটনার সঙ্গে জড়িত চার ডাকাতকে আটক করা হয়েছে। আহত সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের সাতানী এলাকার যুবসমাজ ও ব্যবসায়ীরা মিলে শুক্রবার সকালে আনন্দ ভ্রমণে (বনভোজন) ভোলা ভেদুরিয়া চরে যায়। সেখান থেকে ফিরতে রাত হয়ে যায়। আসার পথে নদীতে স্পীডবোটযোগে একদল ডাকাত বনভোজনের ট্রলারে হামলা চালিয়ে নগদ অর্থ, ব্যবহৃত স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ মূল্যবান মাল নিয়ে যায়। শ্রীপুর ইউপি সদস্য মনিরুল ইসলাম পলাশ ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডাকাতি চলাকালীন নদীতে থাকা জেলেরা মোবাইল ফোনে বিষয়টি আমাদের অবহিত করেন। পরবর্তীতে একাধিক স্পীডবোটযোগে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে ডাকতদলের চার সদস্যকে আটক করতে সক্ষম হলে অন্যরা স্পীডবোটযোগে পালিয়ে যায়। আটককৃতরা হলো ভোলার ভেদুরিয়া এলাকার আব্দুল জলিলের পুত্র সোহেল, চুন্নু ঢালীর পুত্র সজিব, সামছুদ্দিনের পুত্র আলী আকবর ও তোফাজ্জেল হোসেনের পুত্র জাহাঙ্গীর।ইউপি সদস্য মনিরুল ইসলাম পলাশ আরও জানান, ডাকাতদের হামলায় বনভোজনের ট্রলারে থাকা কমপক্ষে ১৫জন আহত হয়। এরমধ্যে গুরুতর আহতদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×