ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্বব্যাপী আজ পালিত হবে তথ্য সুরক্ষা দিবস

প্রকাশিত: ০৫:৪৩, ২৮ জানুয়ারি ২০১৮

বিশ্বব্যাপী আজ পালিত হবে তথ্য সুরক্ষা দিবস

স্টাফ রিপোর্টার ॥ আজ রবিবার বিশ্বব্যাপী ‘ডাটা প্রাইভেসি ডে’ বা তথ্য সুরক্ষা দিবস পালিত হবে। প্রতিবছর ২৮ ফেব্রুয়ারি দিনটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়। বাংলাদেশেও দিবসটি উপলক্ষে ব্যক্তিগত তথ্য সুরক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা তৈরিতে নানা রকম ক্যাম্পেইন চালানো হবে। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান প্রদর্শন, তথ্য সুরক্ষা ও আস্থা প্রতিষ্ঠা’। ১৯৮১ সালে ইউরোপের বৃহৎ সংগঠন ‘কাউন্সিল অব ইউরোপে’ কনভেনশন ১০৮ স্বাক্ষরের মধ্য দিয়ে। এ বছর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সাইবার সিকিউরিটি এ্যালায়েন্সের (এনসিএসএ) নেতৃত্বে ক্রমবর্ধমান বৈশি^ক ক্যাম্পেইনের অফিসিয়াল চ্যাম্পিয়ন হয়েছে, বাংলাদেশে সাইবার সচেতনতা নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘সাইবার ক্রাইম এ্যাওয়ারনেস ফাউন্ডেশন’। সংগঠনটি ‘ডাটা প্রাইভেসি ডে ২০১৮ চ্যাম্পিয়ন’ হিসেবে স্বাক্ষর করে দিবসটির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হলো। এর মাধ্যমে ব্যক্তিগত তথ্য সুরক্ষা সচেতনতায় বিশ^ব্যাপী সংগঠনগুলো যৌথভাবে যে দায়িত্ব ভাগাভাগি করে নেয়- চ্যাম্পিয়ন হিসেবে সাইবার ক্রাইম এ্যাওয়ারনেস ফাউন্ডেশন সেই মূলনীতিকে স্বীকার করেছে ও তাতে সমর্থন জানিয়েছে। দিবসটিকে কেন্দ্র্র করে দেশেও নানা কর্মসূচী হাতে নেয়া হয়েছে। রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘প্রাইভেসি টক’ শিরোনামে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজের (সিসিএ) নিয়ন্ত্রক (যুগ্ম-সচিব) আবুল মানসুর মোহাম্মদ সারফ উদ্দিন, প্রযুক্তিবিদদের আন্তর্জাতিক সংগঠন আইসাকা’র ঢাকা চ্যাপ্টার প্রেসিডেন্ট একেএম নজরুল হায়দার, উন্নয়ন গবেষণা সংস্থা ‘ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড ইউনিভার্সিটির সাইবার নিরাপত্তা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম পান্না, যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্ট্যাটাস অব ডিজিটাল সার্ভিসসের (ইউএসডিএস) কোয়ালিটি এ্যাসুরেন্স ডিরেক্টর শেখ গালিব রহমান, সাইবার নিরাপত্তা গবেষক মোঃ মেহেদী হাসানসহ আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও সাইবার অপরাধের ভুক্তভোগীরা এতে অংশ নেবেন।
×