ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে সহকর্মীর ধারালো অস্ত্রের আঘাতে শ্রমিক নিহত

প্রকাশিত: ০২:০৪, ২৪ জানুয়ারি ২০১৮

শ্রীপুরে সহকর্মীর ধারালো অস্ত্রের আঘাতে শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের শ্রীপুরে পাওনা টাকার জের ধরে সহকর্মীর ধারালো অস্ত্রের আঘাতে বুধবার এক শ্রমিক খুন হয়েছেন। নিহতের নাম- গোলাম রব্বানী (২০)। সে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আব্দুল বাহারপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার দোখালা এলাকার পারফেট্টি ভ্যান মেলে বাংলাদেশ (প্রা:) মিলস্ (চকোলেট উৎপাদনকারী প্রতিষ্ঠান) কারখানার চুক্তিভিত্তিক শ্রমিক। শ্রীপুর মডেল থানার এসআই আবুল হাসান জানান, সহকর্মী রাকিব হাসানের (২৩) সঙ্গে টাকা-পয়সা নিয়ে গত কয়েকদিন ধরে রব্বানীর বিরোধ চলে আসছিল। বুধবার সকালে ৬টার দিকে কারখানা ছুটির পর রব্বানী বাসায় যাচ্ছিলেন। এসময় দোখালা বাজার এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা রাকিব হাসান ও তার ২/৩ জন সহযোগী রব্বনীর পথরোধ করে। এক পর্যায়ে রাকিব রব্বানীকে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করলে তিনি মাটিতে পরে যান। পরে স্থানীয় ফার্মেসী মালিক শচীন রায় কারখানায় খবর দিলে কারখানা কর্তৃপক্ষ তাদের নিজস্ব গাড়িতে করে তাকে গুরুতর আহত অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাকিব হাসান স্থানীয় রফিকুল ইসলামের বাড়ীতে ভাড়া থেকে ওই কারখানায় চাকুরী করতেন। গোলাম রব্বানী পাশের নতুন বাজার এলাকায় ভাড়া থাকতেন। নিহতের লাশ ওই হাসপাতালের মর্গে রয়েছে এবং তার স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষন দাস জানান, হাসপাতালে আনার আগেই রাব্বনী মারা গেছে। তার পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
×