ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে আকায়েদের বিরুদ্ধে চার্জ গঠন

প্রকাশিত: ০৫:৫৬, ১২ জানুয়ারি ২০১৮

যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে আকায়েদের বিরুদ্ধে চার্জ গঠন

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে যুক্তরাষ্ট্রের টাইম স্কোয়ারে আত্মঘাতী বোমা হামলার পর আহত অবস্থায় গ্রেফতারকৃত বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক আকায়েদ উল্লাহর বিরুদ্ধে চার্জ গঠন করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্ট। কোর্টের গ্রান্ড জুরির সামনে অভিযোগ গঠন করা হয়। আকায়েদের বিরুদ্ধে বিদেশী সন্ত্রাসী সংগঠনকে সহায়তা প্রদান, ব্যাপক বিধ্বংসী অস্ত্রের ব্যবহার, জনসমাগমস্থল ও পাবলিক পরিবহন ব্যবস্থায় সন্ত্রাসী হামলা ও বিস্ফোরণ ঘটিয়ে সম্পদের ক্ষতি করার চেষ্টাসহ ছয় দফা গুরুতর অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ প্রমাণিত হলে আইন মোতাবেক আকায়েদের আমৃত্যু কারাবাস হওয়ার বিধান রয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের ফেডারেল কোর্টে গ্রান্ড জুরির সামনে আকায়েদের বিরুদ্ধে অভিযোগপত্র পেশ করেন প্রসিকিউটররা। পরে গ্রান্ড জুরি আকায়েদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর পক্ষে মত দেয়। অভিযোগ গঠনের পর জাতীয় নিরাপত্তা বিষয়ক সহকারী এ্যাটর্নি জেনারেল ডানা জে বয়েন্টে এবং নিউইয়র্ক সাদার্ন জেলার ইউএস এটর্নি জিয়োফ্রে এস বারমেন এসব বিষয় সর্ম্পকে সাংবাদিকদের জানান। যুক্তরাষ্ট্রের সময় বৃহস্পতিবার বিকেলে (বাংলাদেশ সময় শুক্রবার ভোর রাতে) ফেডারেল জজ রিচার্ড জে সুলিভানের আদালতে আকায়েদকে হাজির করার কথা রয়েছে। অভিযোগপত্রে আরও বলা হয়েছে, হামলার কিছুক্ষণ আগে আকায়েদ ফেসবুকে এক পোস্ট দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছিলেন। ২০১৪ সাল থেকে ইন্টারনেটে জঙ্গী গোষ্ঠী আইএসের বিভিন্ন প্রচার দেখে উগ্রপন্থার দিকে ঝুঁকতে থাকে আকায়েদ। এছাড়া গত বছরের ১৩ ডিসেম্বর হাসপাতাল থেকেই ভিডিও কনফারেন্সে আকায়েদের বক্তব্য শোনেন ম্যানহাটনের ফেডারেল কোর্টের বিচারক ক্যাথারিন এইচ পারকার। গত বছরের ১১ ডিসেম্বর সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারের কাছে পোর্ট অথরিটি বাস টার্মিনালে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় বাংলাদেশী যুবক আকায়েদ উল্লাহ গ্রেফতার হয়। তাকে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের বেলভিউ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সেখানে তার জবানবন্দী রেকর্ড করে নিউইয়র্ক পুলিশ।
×