ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শ্রীনগরে ছুরিকাঘাতে দিনমজুর নিহত

প্রকাশিত: ০৩:৫৮, ১২ জানুয়ারি ২০১৮

শ্রীনগরে ছুরিকাঘাতে দিনমজুর নিহত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ঢাকা-মাওয়া মহাসড়কের পাশ থেকে ছুরিকাহত এক দিনমজুরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়েছে। বুধবার রাত দশটার দিকে শ্রীনগর উপজেলার হাঁসাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হাইওয়ে পুলিশ আক্কাস আলী (৩২) নামে ছুরিকাহত ওই দিনমজুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করলে রাস্তায় তার মৃত্যু হয়। নিহত আক্কাস আলীর বাড়ি শেরপুরের নলিতাবাড়ী উপজেলার রূপ নারায়ণকুড়া ইউনিয়নের বাগিচাপুর গ্রামে। তার বাবার নাম আমজাদ আলী। আক্কাস আলী দীর্ঘদিন ধরে হাঁসাড়া এলাকায় থেকে দিনমজুরের কাজ করত। ভা-ারিয়ায় আসামি নিজস্ব সংবাদদাতা পিরোজপুর থেকে জানান, ভা-ারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের পূর্ব মাটিভাঙ্গা গ্রামে বুধবার রাতে রাসেল খান (৩২) নামে এক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ এ ঘটনায় লিটন হাওলাদার নামে এক যুবককে সন্দেহজনকভাবে আটক করেছে। নিহত রাসেল ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের উত্তর বলতলা গ্রামের প্রয়াত বারেক খানের ছেলে। স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম জানান, রাত ৮দিকে পূর্ব মাটিভাঙ্গা ওয়ার্ডের সীমান্তে কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়নের উত্তর বলতলা গ্রামের নতুন বাজার থেকে রাসেল খান বাড়ি ফিরছিল। এ সময় একদল লোক তাকে ধরে ঘটনাস্থলে এনে সাড়ে ৮টার দিকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়।
×