ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাউচার্ডকে উড়িয়ে দিলেন কারবার

প্রকাশিত: ০৬:২২, ৪ জানুয়ারি ২০১৮

বাউচার্ডকে উড়িয়ে দিলেন কারবার

স্পোর্টস রিপোর্টার ॥ হপম্যান কাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছেন এ্যাঞ্জেলিক কারবার। বুধবার মহিলা এককে জার্মানির এই টেনিস তারকা ৬-১ এবং ৬-৩ গেমে বিধ্বস্ত করেছেন ইউজেনি বাউচার্ডকে। পুরুষ এককে কারবারের সঙ্গী আলেক্সান্ডার জেরেভ ৬-৪ এবং ৬-২ গেমে হারান ভাসেক পোসপিসিলকে। আর মিশ্র দ্বৈতে কারবার-জেরেভ ৪-৩ (৫/২), ৪-৩ (৫/২) ব্যবধানে পরাজিত করেন বাউচার্ড-পোসপিসিলকে। এর ফলে জার্মানি ৩-০ ব্যবধানে হারাল কানাডাকে। ২০১৬ সালটা ছিল এ্যাঞ্জেলিক কারবারের বছর। যার শুরুটা হয়েছিল অস্ট্রেলিয়ান ওপেন জিতে। শেষ করেছিলেন ইউএস ওপেনের চ্যাম্পিয়ন হয়ে। মাঝে ক্রীড়ার মহাযজ্ঞ রিও অলিম্পিকের ফাইনালেও জায়গা করে নিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, সে বছরই প্রথমবারের মতো বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন স্টেফি গ্রাফের এই উত্তরসূরি। তবে পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা খুব বেশিদিন ধরে রাখতে পারেননি তিনি। গত মৌসুমটা তো একেবারেই বাজেভাবে কেটেছে তার। গ্র্যান্ডস্লাম তো দূরের কথা কোন ডব্লিউটিএ শিরোপাই জিততে পারেননি বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। অথচ নতুন মৌসুমের প্রথম টুর্নামেন্ট হপম্যান কাপে নেমেই ঝড় তুললেন তিনি। জিতলেন টানা দুই ম্যাচে।
×