ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৬৪ বছর বয়সী ব্ল্যাক বেল্টার ফজলুলের আরেকটি সাফল্য!

প্রকাশিত: ০৫:৩৭, ৩ জানুয়ারি ২০১৮

৬৪ বছর বয়সী ব্ল্যাক বেল্টার ফজলুলের আরেকটি সাফল্য!

স্পোর্টস রিপোর্টার ॥ যে বয়সে মানুষ হার্টে রিং পরে, সে বয়সে কোমরে ব্ল্যাক বেল্ট পরেছেন তায়কোয়ানডো খেলোয়াড় ফজলুল করিম চৌধুরী (জাহাঙ্গীর)। বাংলাদেশের তায়কোয়ানডোর ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে ব্ল্যাক বেল্ট পাওয়ার অনন্য রেকর্ড গড়েন তিনি। এখানেই ক্ষান্ত হননি তিনি। এগিয়ে গেছেন আরও। অর্জন করেছেন সাফল্যও। ২০১৬ সালের ২৯ ডিসেম্বর ‘বিজয় দিবস তায়কোয়ানডো প্রতিযোগিতা’য় ঢাকা ক্লাবের হয়ে ৬০ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণপদক জয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন ৬৩ বছর বয়সী ফজলুল। এবার একই কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তিনি সদ্যসমাপ্ত অগ্রণী ব্যাংক বাংলাদেশ কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতায়। এই আসরে তিনি সেন্ট্রাল তায়কোয়ানডো একাডেমির হয়ে স্বর্ণ জেতেন ৬০ কেজি ওজন শ্রেণীর উন্মুক্ত বিভাগে। ফজলুল উচ্ছ্বসিত কণ্ঠে জনকণ্ঠকে জানান, ‘ফাইনালে আমার সঙ্গে খেলার ভয়ে প্রতিপক্ষ খেলোয়াড় কোর্টেই নামেনি! আমি ওয়াকওভার পেয়ে চ্যাম্পিয়ন হই। তবে খেলা হলেও আমিই জিততাম। কেননা আমি ছিলাম সেরা ফর্মে।’ মিরপুর শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা গ্রুপ। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে অগ্রণী ব্যাংক। এছাড়া পুরুষ বিভাগে রানার্সআপ হয়েছে সেন্ট্রাল তায়কোআনডো একাডেমি। এছাড়া জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হয় বসুন্ধরা গ্রুপ এবং রানার্স আপ হয় সেন্ট্রাল তায়কোয়ানডো দল। সোমবার প্রধান অতিথি হিসেবে জাতীয় ও বাংলাদেশ কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল। এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত উত্তর কোরিয়ার ডেপুটি চীফ অব দ্য মিশন পাক কিয়ং চুল। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ানডো এ্যাসোসিয়েশনের মহাসচিব মাস্টার সোলায়মান শিকদার, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শাহাজাহান আলী প্রমুখ।
×