ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইসলামিক সলিডারিটি গেমসের পদকজয়ীরা পুরস্কৃত

প্রকাশিত: ০৬:৩৬, ৩১ ডিসেম্বর ২০১৭

ইসলামিক সলিডারিটি গেমসের পদকজয়ীরা পুরস্কৃত

স্পোর্টস রিপোর্টার ॥ গত মেতে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে পদকজয়ী বাংলাদেশের ক্রীড়াবিদদের ঘোষিত অর্থ পুরস্কার দিয়েছে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন (বিওএ)। ওই আসরে শূটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্টে স্বর্ণজয়ী আবদুল্লাহেল বাকি ও সৈয়দা আতকিয়া হাসান দিশা, পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্যজয়ী রাব্বি হাসান মুন্না এবং মহিলা রেসলিংয়ের ৬৯ কেজি ইভেন্টে তাম্রপদক জয়ী শিরিন সুলতানার হাতে পুরস্কারের অর্থ তুলে দেয়া হয়। স্বর্ণপদকজয়ী ২ শূটারকে ২ লাখ টাকা করে, রৌপ্যপদক জয়ীকে ২ লাখ টাকা এবং তাম্রপদক জয়ী ক্রীড়াবিদ পান ১ লাখ টাকা করে। এছাড়া পদকজয়ী ক্রীড়াবিদদের কোচদেরও অর্থ পুরস্কার দেয়া হয়। শূটার কোচ ক্লাবস জন ক্রিস্টানসেন ১ লাখ টাকা, রৌপ্যপদক জয়ে ৭৫ হাজার টাকা এবং মহিলা রেসরিং কোচ তাবিউর রহমান পালোয়ানকে ৫০ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হয়। বাকি এবং ক্লাবস জন অনুপস্থিত থাকায় তাদের পক্ষে পুরস্কারের চেক গ্রহণ করেন শূটিং দলের ম্যানেজার গোলাম শফিউদ্দিন খান। কুর্মিটোলা গলফ ক্লাবে শনিবার পদকজয়ী ক্রীড়াবিদ এবং কোচদের হাতে পুরস্কারের চেক তুলে দেন বিওএর সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ সফিউল হক এসবিপি, এনডিসি, পিএসসি। আরও উপস্থিত ছিলেন বিওএর সহ-সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু, মাহাবুব আরা গিনি এমপি ও শেখ বশির আহমেদ, বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা এবং বিওএর কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং ইসলামিক সলিডারিটি গেমসের শেফ দ্য মিশন নুরুল ফজল বুলবুল।
×