ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অমূল্য প্রাণের ক্ষতির মূল্য!

প্রকাশিত: ০৫:১৭, ২১ ডিসেম্বর ২০১৭

অমূল্য প্রাণের ক্ষতির মূল্য!

টিভিতে ব্রেকিং নিউজ। মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীর। তখন আমি খুব সম্ভবত নবম শ্রেণীতে। সে সময় তারেক মাসুদের কোন চলচ্চিত্র যেমন দেখা হয়নি। জানা হয়নি মিশুক মুনীরকেও। কিন্তু সারাদিন টিভির সামনে বসে এবং পরের এক সপ্তাহ পত্রিকা পড়ে একটা জিনিস বুঝেছিলাম, আমাদের দেশ থেকে দুটো রত্ন আচমকা নেই হয়ে গেল। ২০১৭ সাল। এখন আমি বিশ্ববিদ্যালয় ছাত্র। পড়ছি অর্থনীতি বিষয়ে। অর্থনীতির ছাত্র হিসেবে আমি আজ যখন টাকা বা অর্থের সংজ্ঞা পড়ি, তখন আমি যা দেখি সেটা থেকে একবাক্যে বললে এমনটা দাঁড়ায়, Money is something that can be readily used to make transactions. It is the means of payment or medium of exchange. যার মানে, ‘অর্থ সেটাই যেটা লেনদেনের জন্য তৎক্ষণাৎ ব্যবহার করা যায়। এটি কোন কিছুর মূল্য পরিশোধ করে আর এটি কোন কিছু আদান প্রদানের একটি মাধ্যম।’ আজ আমি যদি কেতাবি সংজ্ঞা ঝেড়ে ফেলি, যদি স্বাভাবিক প্রশ্ন করি টাকা কি? তখনও হয়ত এর কাছাকাছি কিছু উত্তর পাব। খোলা চোখে বললে, টাকা সেটাই যা দিয়ে মূল্য পরিশোধ করা যায়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে অবশেষে হাইকোর্টের রায় অনুযায়ী ৪ কোটি ৬১ লাখ ৭৫ হাজার ৪৫২ টাকা ক্ষতিপূরণ পাচ্ছেন তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ। তারেক মাসুদ, সেই মাটির ময়নার তারেক মাসুদ, ২০১২ সালে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘একুশে পদক’ পাওয়া তারেক মাসুদের কথা আমি বলছি। বাস চাপায় অকালে চলে যাওয়া এই মানুষের দাম আমরা নির্ধারণ করেছি ৪ কোটি ৬১ লাখ টাকা। আসলে মানব প্রাণের কোন ক্ষতিপূরণ হয় না। এতদিন জানতাম কোন শীর্ষ সন্ত্রাসী বা প্রতারক ধরিয়ে দিলে অর্থমূল্য পাওয়া যায়। অতীতে দেখা যেত, ওই ব্যক্তির মাথার দাম এত টাকা...? এর আগে ১৯৮৯ সালে মিনি ট্রাকের চাপায় দৈনিক সংবাদের বার্তা সম্পাদক মোজাম্মেল হোসেন মন্টু নিহত হওয়ার ঘটনায় ২০১০ সালে ২ কোটি ১ লাখ ৪৭ হাজার টাকা ক্ষতিপূরণের রায় দিয়েছিল হাইকোর্ট। তবে এই লেখা লিখতে বসবার আগে আমি অনেক খুঁজেও এ রকম নজির আর বেশি পাইনি। তাও যদি দেখি, এ মামলার রায় হতে সময় লেগেছে ২১ বছর। সেই হিসেবে ক্যাথরিন মাসুদ নিজেকে ভাগ্যবতী ভাবতেই পারেন। ৬ বছর চলে গেল তারেক মাসুদ আর মিশুক মুনীর আমাদের ছেড়ে চলে গেলেন। এতদিন পর আমরা হিসেব করি তাদের ক্ষতিপূরণ! এই ৪ কোটি ৬১ লাখ টাকা খুব সহজেই ফুরিয়ে যাবে। কিংবা হয়ত এই অর্থ পেতে চলে যাবে আরো ৬ বছর। কিন্তু এই দেশ কি আরেকজন তারেক মাসুদ পাবে? পাবে আরেকটা ‘মাটির ময়না’ ‘মুক্তির গান?’ নাকি পাবে দেশকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া আরেকজন মিশুক মুনীর কে? তারেক মাসুদ ও মিশুক মুনীর সত্যিকার অর্থে সম্মানিত হবেন সেইদিন যেদিন আমরা নিশ্চিত করব সড়ক দুর্ঘটনা আর হবে না এই বাংলাদেশে। বিপদসীমা ছাড়াবে না কোন গাড়ি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে
×