ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কর্পোরেট ভিখারী

প্রকাশিত: ০৪:৩১, ২৭ নভেম্বর ২০১৭

কর্পোরেট ভিখারী

ভিক্ষাবৃত্তিকে নিজের সন্তানের পেশা হিসেবে দুঃস্বপ্নেও কল্পনা করতে পারবেন না কোন অভিভাবক। কিন্তু জানলে আশ্চর্য হতে হয় ভারতেই আছেন বেশ কয়েকজন ‘পেশাদার ভিক্ষাজীবী’। তাদের উপার্জন রীতিমতো পাল্লা দেবে কর্পোরেট সংস্থায় চাকুরেদের বেতনের সঙ্গে। তাদের মধ্যে একজন কৃষ্ণকুমার গীতে। কৃষ্ণকুমার বয়সে তরুণ। তার ভিক্ষাবৃত্তির প্রিয় জায়গা মুম্বাইয়ের চারনি রোডের কাছে সিপি ট্যাঙ্ক এলাকা। প্রতিবন্ধী কৃষ্ণ হাতের লাঠিকে অবলম্বন করে কোনমতে এগিয়ে যান সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোর কাছে। জানালা দিয়ে হাত বাড়াতেই বিফলে যায় না প্রার্থনা। টুপটাপ ভালই ঝরে পরে ভিক্ষার দান। চলন্ত গাড়ির আরোহীদের মনটা আর্দ্র হয়। কিন্তু যদি তারা জানতেন যে হাতে ভিক্ষের দান পড়ছে সেই হাতের দৈনিক উপার্জন দেড় হাজার রুপী! কোন কোন মাসে মোট উপার্জন পঞ্চাশ হাজারও পেরিয়ে যায়। নইলে কী করে চকচকে ফ্ল্যাটের মালিক হবে এই কর্পোরেট ভিখারী। -ওয়েবসাইট অবলম্বনে
×