ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদ্যুতের ‘মামুলি’ মূল্য বৃদ্ধিতে জনজীবনে প্রভাব পড়বে না ॥ তৌফিক ইলাহী

প্রকাশিত: ০৮:২৩, ২৫ নভেম্বর ২০১৭

বিদ্যুতের ‘মামুলি’ মূল্য বৃদ্ধিতে জনজীবনে প্রভাব পড়বে না ॥ তৌফিক ইলাহী

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুতের দাম সামান্য বৃদ্ধি করায় জনজীবনের কোন প্রভাব পড়বে না বলে মনে করছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার বিদ্যুতের বর্ধিত দামের ঘোষণা দেয়ার পর শুক্রবার রাজধানীতে এক সেমিনারে উপদেষ্টা এ মন্তব্য করেন। একই অনুষ্ঠানে বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন বিদ্যুতের দাম খুব বেশি বাড়ানো হয়নি, প্রভাব সহনীয় থাকবে। বিইআরসি এবার গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি গড়ে ৩৫ পয়সা দর বাড়িয়েছে। ডিসেম্বর থেকেই বর্ধিত দর কার্যকর হবে। নিম্নমুখী জ্বালানির দরের মধ্যে বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা সরকারের সমালোচনাকে উস্কে দিয়েছে। দাম বৃদ্ধির পরিবর্তে উল্টো দাম কমানো সম্ভব ভোক্তাদের এমন দাবিও বিইআরসি কানে তোলেনি। লাইফ লাইনে থাকা গ্রাহকের বিদ্যুতের দরের পাশাপাশি বেড়েছে সেচের বিদ্যুতের দাম। গত বোরো মৌসুমে ফলন কম হওয়ায় কৃষক ক্ষতির শিকার হয়েছে। এবার ঠিক বোরো মৌসুম শুরু আগে সেচের খরচ বাড়িয়ে দেয়া সুবিবেচনাপ্রসূত হয়নি বলে মনে করা হচ্ছে। উপদেষ্টা বলেন, বিদ্যুতের যে দাম বাড়ানো হয়েছে এটি খুবই সামান্য। এই মামুলি বৃদ্ধিতে জনজীবনে কোন প্রভাব পড়বে না। কারণ গ্রামে-গঞ্জে লাইফ লাইন গ্রাহকদের বিদ্যুতের বিল বাড়েনি। নিম্ন মধ্যবিত্ত গ্রাহকদের বিল সামান্য বেড়েছে। মিনিমাম চার্জ বাদ দেয়া হয়েছে। ফলে মূল্য যা বেড়েছে তা মামুলি। তিনি বলেন, দাম বিইআরসি নিজস্ব বিবেচনা থেকে বাড়িয়েছে, এক্ষেত্রে সরকারের কোন প্রভাব নেই।
×