ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

খালেদার গাড়ির বহরের কারণে মহাসড়কের তীব্র যানজট

প্রকাশিত: ০১:৫৬, ২৮ অক্টোবর ২০১৭

খালেদার গাড়ির বহরের কারণে মহাসড়কের তীব্র যানজট

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গাড়ির বহন নিয়ে কক্সবাজারে রোহিঙ্গাদের দেখতে যাওয়ার সময় নারায়ণগঞ্জে অতিক্রমকালে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের দুরপাল্লার যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন রাস্তায় আটকা পড়ে। শিমরাইল মোড়ে দুরপাল্লার অর্ধশত বাস কাউন্টারগুলোতে যাত্রীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষার প্রহর গুণতে হয়েছে। এতে পথে পথে যাত্রীদের নানা বিড়ম্বনায় পড়তে হয়। অবশ্য শিমরাইলে মোড়ের দুরপাল্লার বাস কাউন্টারের মালিকরা জানান, খালেদা জিয়া এ মহাসড়ক দিয়ে কক্সবাজার যাওয়ার কারণে সকাল ৯টা থেকে শত শত বিএনপি নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দু’ পাশে দাঁড়িয়ে থাকে। এতেই রাস্তায় সৃষ্টি হয় তীব্র যানজট। ফলে প্রতিটি দুরপাল্লার যাত্রীবাহী বাস ২-৪ ঘন্টা বিলম্বে কাউন্টারগুলোতে পৌঁছেছে। এতে যাত্রীদের দুর্ভোগের সীমা ছিল না। জানা গেছে, বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে নারায়ণগঞ্জ শহরসহ আশপাশ থেকে শত শত নেতাকর্মী শনিবার সকাল ৯টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল, সানারপাড়, মৌচাক, কাঁচপুর, মদনপুর, মোগড়াপাড়া চৌরাস্তায় চট্টগ্রামমুখী লেনের দু’ পাশে দাঁড়িয়ে থাকে। এতে রাস্তায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। নেতাকর্মীদের ফেস্টুন, ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়ানোর কারণে রাস্তা যানবাহনগুলো ধীর গতিতে চলতে থাকে। এতে সৃষ্টি হয় তীব্র যানজট। খালেদা জিয়া দুপুর পৌঁনে ১টার সময় শিমরাইল মোড় অতিক্রম করে। এর পর পর মহাসড়কে যানজট আও তীব্র হতে থাকে। অবশ্য ট্রাফিক পুলিশ বলছে, এ কারণে সকাল ৯টা থেকেই এ মহাসড়কে যানজট। এস আলম সার্ভিসের শিমরাইলের বাস কাউন্টার মালিক ও বাস কাউন্টার মালিক সমিতির সভাপতি আজিজুল হক জানায়, খালেদা জিয়ার গাড়ির বহর নিয়ে যাওয়ার কারণে সকালেই এ সড়কে যানজটের সৃষ্টি হয়। ফলে দুরপাল্লার যাত্রীবাহী বাসগুলো ২-৩ ঘন্টা বিলম্বে কাউন্টারগুলোর সামনে এসে পৌঁছায়। যানজটের কারণে সকাল ১০টার যাত্রীবাহী বাস বেলা ১টায় ও বেলা ১১ টার বাস দুপুর সোয়া ১টায় শিমরাইল মোড়ে পৌঁছেছে। প্রায়ই প্রতিটি কাউন্টারের দুরপাল্লার বাসই ২-৩ ঘন্টা বিলম্বে পৌঁছেছে। তিনি আরও জানান, রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনার্সের বিজ্ঞান শাখায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই বহু ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা চট্টগ্রামে যাচ্ছেন। এসব যাত্রীরাও টিকেট কেটে নির্ধারিত সময়েও যেতে পারেননি। চট্টগ্রামের যাত্রী ছাত্র জহির জানায়, আমরা চট্টগ্রামে যাবো। আমাদের বাস শিমরাইলে বেলা ১১টায় পৌঁছার কথা থাকলেও খালেদা জিয়া যাওয়ার কারণে দুপুর ১টায়ও বাস পৌঁছেনি। আরেক যাত্রী সায়েম জানায়, বাসটি সকাল ১১টার ছাড়ার কথা। কিন্তু দুপুর ১টায়ও বাস শিমরাইলে আসেনি। জানিনা কখন চট্টগ্রামে গিয়ে পৌঁছাবো। স্টার লাইন সার্ভিসের বাস কাউন্টারের মালিক নাছির উদ্দিন জানান, যানজটের কারণে ঢাকা-ফেনী রুটের তাদের বাসগুলো নির্ধারিত সময়ের চেয়ে ২-৪ ঘন্টা বিলম্বে পৌঁছেছে। এভাবে এখানকার যাত্রীদের পথে পথে নানা ভোগান্তিতে পড়তে হয়েছে। নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মোল্যা তাসলিম হোসেন জানান, খালেদা জিয়ার মহাসড়ক দিয়ে গাড়ির বহন নিয়ে যাবার কারণে নেতাকর্মীরা রাস্তায় দাঁড়িয়ে থাকায় যানজটের সৃষ্টি হয়েছিল। সকাল ৯টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত ঢাকার রায়েরবাগ থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত এ যানজট ছড়িয়ে পড়েছিল। এছাড়াও ঢাকা-সিলেট মহাসড়কের তারাব পর্যন্ত ছড়িয়ে পড়ে। খালেদা জিয়ার শিমরাইল মোড় অতিক্রম করার পর ৩-৪ ঘন্টা একটানা যানজট নিরসনের জন্য অতিরিক্ত পুলিশ পরিশ্রম করে যানবাহন চলাচল স্বাভাবিক অবস্থায় আনতে সক্ষম হয়। বিকেল সোয়া ৫টায় ওই টিআই আরো জানান, এখনও শিমরাইলের ‘ইউটার্ণ’ থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত কিছুটা যানজট অব্যাহত রয়েছে। তবে আমরা তাও নিরসনের জন্য কাজ করছি।
×