ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রিজেন্টের বহরে আরও একটি বোয়িং

প্রকাশিত: ০৬:২৮, ২৬ অক্টোবর ২০১৭

রিজেন্টের বহরে আরও একটি বোয়িং

স্টাফ রিপোর্টার ॥ বেসরকারী বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজের বহরে যুক্ত হয়েছে আরও একটি নতুন বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ। এ নিয়ে রিজেন্ট বহরে উড়োজাহাজের সংখ্যা আটে দাঁড়িয়েছে। এর মধ্যে ছয়টি বোয়িং এবং দুটি ড্যাশ। বুধবার সকাল পৌনে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ‘ওয়াটার ক্যানন স্যালুট’ এর মাধ্যমে নতুন উড়োজাহাজটিকে অভ্যর্থনা জানানো হয়। রিজেন্ট এয়ারওয়েজের চীফ পাইলট ক্যাপ্টেন আজিজ আব্বাসী রফিক চীনের সাংহাই বিমানবন্দর থেকে উড়োজাহাজটি নিয়ে ঢাকায় পৌঁছেন। রিজেন্ট এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম ফজলে আকবর উড়োজাহাজটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। বিআরটিএ’র ৮৩ মামলা বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিআরটিএ’র ৪ ভ্রাম্যমাণ আদালত ঢাকা ও ঢাকার আশপাশের এলাকায় মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩’র অধীনে সংঘটিত বিভিন্ন অনিয়ম/অপরাধের অভিযোগে ৮৩ মামলায় ২ লাখ ৫ হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় এবং ৪ মোটরযান ডাম্পিং স্টেশনে প্রেরণ করা হয়েছে। বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলামের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত মতিঝিল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোটরযান আইনের বিভিন্ন অনিয়মের অভিযোগে ২০ মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। -বিজ্ঞপ্তি
×