ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে ৫৬ ভাগ কোম্পানির দরপতন

প্রকাশিত: ০৪:০৯, ২৫ অক্টোবর ২০১৭

পুঁজিবাজারে ৫৬ ভাগ কোম্পানির দরপতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আগের দিনের তুলনায় সামান্য লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এই দিনে ডিএসইতে মোট ৫৬ শতাংশ কোম্পানির দরপতন ঘটেছে। তবে দরপতনের দিনে টেলিযোগাযোগ খাতের গ্রামীণফোনের প্রতি শেয়ারের দর বেড়েছে ২.৫০ শতাংশ। মূলত গ্রামীণফোনের শেয়ারটি সূচকের পতন ঠেকাতে কিছুটা ইতিবাচক ভূমিকা রেখেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৫৩৬ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১২ কোটি ৮১ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৫৩৬ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩২ কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৫, কমেছে ১৮৭ এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির শেয়ার দর। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১৩ পয়েন্ট কমে ৫ হাজার ৯৬৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ্ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩২১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৭৩ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো ব্র্যাক ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, গ্রামীণফোন, ইফাদ অটো, রংপুর ফাউন্ড্রি, এসিআই, আমরা নেটওয়ার্ক, শাশা ডেনিম, বিবিএস কেবল ও এক্সিম ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো মুন্নু সিরামিক, ফাইন ফুড, সাফকো স্পিনিং, মুন্নু স্টাফলার, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, স্টাইল ক্রাফট, প্যারামাউন্ট টেক্সটাইল, এশিয়া প্যাসিফিক, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ও রংপুর ফাউন্ড্রি। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো কে এ্যান্ড কিউ, সামাতা লেদার, বিডি ওয়েল্ডিং, এসিআই ফর্মূলেশন, পিপলস লিজিং, শাইনপুকুর সিরামিক, মডার্ন ডাইং, ডরিন পাওয়ার ও সিডিএম মিউচুয়াল ফান্ড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১২৭ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫০২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৬, কমেছে ১৪৫ এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো ব্র্যাক ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক, আমরা নেটওয়ার্ক, স্কয়ার ট্ক্সেটাইল, স্কয়ার ফার্মা, এক্সিম ব্যাংক, কেয়া কসমেটিক, রংপুর ফাউন্ড্রি ও আইএফআইসি।
×