ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝালকাঠিতে জেলেদের জন্য ভিজিএফ চাল বরাদ্ধ

প্রকাশিত: ০১:৪২, ১৬ অক্টোবর ২০১৭

ঝালকাঠিতে জেলেদের জন্য ভিজিএফ চাল বরাদ্ধ

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠি জেলায় মা ইলিশ সংরক্ষন কার্যক্রম জেলেদের জন্য ২০ কেজি করে বিশেষ ভিজিএফ চাল বরাদ্ধ দেওয়া হয়েছে। ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত নদীতে ইলিশ আহরন সরকার নিষিদ্ধ করেছে এবং এই সময়ের জন্য জেলেদের সহায়তা হিসেবে এই ২০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে ১৪৬০ জন জেলে এই সহায়তা পাচ্ছে। এর মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় ৩৭৪ জন, নলছিটি উপজেলায় ৪০৭ জন, রাজাপুর উপজেলায় ৩১৪ জন ও কাঠালিয়া উপজেলা ৩৬৫ জন জেলেকে এই সহায়তা প্রদান করা হবে। জেলা প্রশাসনের ত্রান শাখার মাধ্যমে উপজেলা প্রকল্প কর্মকর্তারা মৎস্য বিভাগের তালিকা অনুযায়ী চাল বিতরণ করবেন।
×