ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক নকিবুল হুদা

সৎ নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার

সোহাইল আহমেদ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ০০:২১, ৬ জুলাই ২০২৫

সৎ নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ, সামাজসেবক, বাঞ্ছারামপুর উন্নয়ন সংস্থার সভাপতি অধ্যাপক দেওয়ান মোঃ নকিবুল হুদা গণসংযোগ করেছেন।

শনিবার (৫ জুলাই) বিকেলে উপজেলার গোকুলনগর মোড় থেকে ফরদাবাদ বাজার হয়ে পূর্বহাটি বাজার পর্যন্ত গণসংযোগ করেন অধ্যাপক দেওয়ান মোঃ নকিবুল হুদা।
গণসংযোগকালে অধ্যাপক দেওয়ান মোঃ নকিবুল হুদা উপস্থিত সকলের উদ্দেশে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চাই। আমারা ক্ষমতায় গেলে চাঁদাবাজি মুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন আশা করেন তিনি।

তিনি আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা গত ১৭ বছর জামায়াত, ছাত্রশিবির ও বিএনপির ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। তারপরও কোনো কিছুতেই জামায়াতে ইসলামী এক মুহূর্তের জন্য থেমে থাকেনি, থেমে যায়নি। জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়বে।

এসময় আরও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইমলামীর আমির মাওলানা কাজী মোঃ আবুল বাশার, উপজেলার সাবেক আমির মাওলানা মাজেদুল ইসলাম। ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন জিসান, সাদেকুল ইসলাম, ইমতিয়াজ উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

রাজু

×