ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে সাবেক সেনা সদস্যকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৪:৫৪, ৬ অক্টোবর ২০১৭

হবিগঞ্জে সাবেক সেনা সদস্যকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৫ অক্টোবর ॥ কোর্টে হাজিরা দিতে গিয়ে সন্ত্রাসীদের উপর্যুপরি ধারালো অস্ত্রের কোপে নিহত হয়েছেন সাজিদুর রহমান ওরফে টেনু মিয়া (৫০) নামে এক সাবেক সেনা সদস্য। বৃহস্পতিবার সকাল আটটায় ঢাকা-সিলেট মহাসড়কের আদিত্যপুরে এই নির্মম হত্যাকা- ঘটে। এ ঘটনায় নিহতের গ্রাম বাহুবলের আব্দাকামাল এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এলাকায় বিরাজ করছে তীব্র উত্তেজনা। সূত্র জানায়, সকাল সাতটার দিকে একটি মামলায় হাজিরা দেয়ার উদ্দেশ্যে বাহুবলের আব্দাকামাল গ্রামের নিজ বাড়ি থেকে বের হন সাবেক সেনা সদস্য টেনু মিয়া। তিনি একটি সিএনজি অটোরিক্সা ভাড়া নিয়ে হবিগঞ্জের আদালতে যাচ্ছিলেন। সকাল আটটার দিকে আদিত্যপুর এলাকায় মাইক্রোবাসে থাকা একদল সশস্ত্র সন্ত্রাসী তার গাড়ির গতিরোধ করে। টেনুকে গাড়ি থেকে নামিয়ে মাটিতে ফেলে সন্ত্রাসীরা তাকে উপর্যপরি কুপিয়েই শুধু ক্ষান্ত হয়নি, কেটে বিচ্ছিন্ন করে দেয়া হয় এই সেনা সদস্যের একটি পা ও হাত। এসময় আশপাশের লোকজন এগিয়ে এলে দ্রুত পালিয়ে যায় সন্ত্রাসীরা। টেনু মিয়াকে লোকজন দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এদিকে নিহত টেনুর ভায়রা তোফায়েল আহমেদ রাসেল ও পুলিশের প্রাথমিক ভাষ্য, এই নির্মম হত্যাকা-ের নেপথ্যে জড়িত টেনুর চাচাত ভাইয়েরা। চাচাত ভাইদের সঙ্গেই নাকি টেনুর পরিবারের জমি-জমা নিয়ে বিরোধ এবং মামলাও চলে আসছিল। এর জের ধরেই এমন হত্যাকা- ঘটেছে বলে নিহত টেনুর পরিবার ও তার নিকটজনদের দাবি। পুলিশ বলছে, এই হত্যার পেছনে প্রকৃতপক্ষে কারা জড়িত তা খতিয়ে দেখা হবে।
×