ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কেশবপুরে ছাত্রছাত্রীদের মাঝে টিফিন বক্স বিতরণ

প্রকাশিত: ২১:৫৩, ২৮ সেপ্টেম্বর ২০১৭

কেশবপুরে ছাত্রছাত্রীদের মাঝে টিফিন বক্স বিতরণ

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ॥ বৃহস্পতিবার সকালে কেশবপুরের সংসদ সদস্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক কেশবপুরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে দুপুরে খাবার আনার জন্য টিফিন বক্স বিতরন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষ্যে তিনি ছাত্রছাত্রীদের টিফিন বক্সের ভেতরে মিস্টি বিতরন করেন। কেশবপুর পাবলিক মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে বরাদ্ধকৃত অর্থের মাধ্যমে সকল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে টিফিন বক্স বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেন তোমরা সবায় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবে। আজ তাঁর জন্মদিন উপলক্ষ্যে তোমাদের আমি মিষ্টি দিচ্ছি। তোমরা ভালো করে লেখাপড়া করবে। দুপুরে স্কুলে খাবার আনার জন্য তোমাদের আমি টিফিন বক্স দিলাম যাতে লেখাপড়ায় তোমাদের কোন ক্ষতি না হয়। তোমাদের ইচ্ছা শক্তির প্রয়োজন। তোমরাই আগামী দিনে দেশকে আলোকিত করবে। উপস্থিত ছাত্রছাত্রীর মায়েদের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের কাছে অনুরোধ ছেলে মেয়েদের দিকে খেয়াল রাখবেন এবং সব সময় তাদের খোঁজখবর রাখবেন যেন বাচ্ছারা খারাপ পথে বা স্কুল থেকে ঝরে না পড়ে। উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমানের সভাপতিত্বে ছাত্রছাত্রী ও মায়েদের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, যশোর জেলা প্রশাসক আসরাফ উদ্দিন, কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম প্রমুখ।
×