ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৬ লক্ষাধিক গাছের চারা রোপণ

প্রকাশিত: ০৪:৫৪, ২৬ সেপ্টেম্বর ২০১৭

৬ লক্ষাধিক গাছের চারা রোপণ

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৫ সেপ্টেম্বর ॥ ছয় লক্ষাধিক বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সোমবার সকাল সাড়ে ৯টায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। নড়াইলের তিনটি উপজেলার বিভিন্ন সড়কের পাশে, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী অফিস চত্বর, নদীর তীর, বাঁধসহ উন্মুক্ত স্থানে এ চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় দুই লাখ ৩০ হাজার, লোহাগড়ায় দুই লাখ ১০ হাজার এবং কালিয়া উপজেলায় এক লাখ ৮০ হাজার চারা। বৃক্ষরোপণ কর্মসূচীতে জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। যুবককে গণধোলাই স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুরে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ফিরোজ হোসেন নামে এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটক ওই যুবক পেশায় অটোচালক। সে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের কাঙ্গালপাড়ার মৃত আকবর আলীর ছেলে। সোমবার দুপুরে আটককৃত যুবককে পুলিশ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করেছে।
×