ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সুধীর বরণ মাঝি;###;শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর।;###;মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫

হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:২৭, ১৮ সেপ্টেম্বর ২০১৭

হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা অষ্টম শ্রেণির পড়াশোনা

১২। পুলস্ত্য যাঁর কাছে বিদায় চাইলেন- (র) কার্তবীর্যার্জুন (রর) রাবণ (ররর) কংসরাজ। নিচের কোনটি সঠিক (ক) রও রর (খ) ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর ১৩। অধ্যবসায় মানুষকে করে তোলে- (র) সংগ্রামী (রর) উদ্যোগী (ররর) কর্তব্যপরায়ণ। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর ১৪। রাষ্ট্রীয় কর্মকান্ডে যার কোন ভূমিকা থাকে না - (ক) স্বাধীন ব্যক্তি (খ) পরাধীন ব্যক্তি (গ) অশিক্ষিত (ঘ) নারীদের। ১৫। একলব্যকে লোকে যা বলে - (ক) ব্যাধ (খ) ব্যাস (গ) রাখাল (ঘ) গোপাল। ১৬। দেশের সংকটকাল বলতে যা বোঝায়- (র) দেশ বহিঃশক্রুর দ্বারা আক্রান্ত হওয়া (রর) স্বাধীনতা বিপর্যস্ত (ররর) বিদেশিদের রক্তচক্ষু দ্বারা দেশ ধ্বংসের দিকে চলে যাওয়া। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রও ররর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর। ১৭। দেশপ্রেম একটি- (ক) বিশ্বাস (খ) আর্দশ (গ) ভালোবাসা (ঘ) মহৎগুন। ১৮। দ্রোনাচার্যের পরিচয় হলো- (ক) অস্ত্রগুরু (খ) শিক্ষক (গ) শিক্ষাবিদ (ঘ) অস্ত্রবিদ। ১৯। কে রাবণকে মুক্তি দিল ? (ক) পুলস্ত্য (খ) রাম (গ) কার্তবীর্যার্জুন (ঘ) কংস। ২০। কী উপলক্ষে নানা রকমের আয়োজন করা হয়? (র) নিত্যকর্ম (রর) সত্যকর্ম (ররর) পূজা। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর । ২১। ধৃতরাষ্ট্রের পুত্রদের কী বলা হতো ? (ক) ধৃতসন্তান (খ) কৌরব (গ) ধৃতবান (ঘ) পান্ডব। ২২। হস্তিনাপুরের রাজা ছিলেন- (ক) কংস (খ) মহীসাশূর (গ) ধৃতরাষ্ট্র (ঘ) পান্ডু। ২৩। জীবন সংগ্রামে সাফল্য লাভের মূলমন্ত্র কোনটি? (ক) অধ্যবসায় (খ) বিনয় (গ) শিক্ষা (ঘ) ভদ্রতা। ২৪। পান্ডুর পুত্রদের কী বলা হতো- (ক) পান্ডবান (খ) পান্ডব (গ) পান্ডুপাল (ঘ) পান্ডুদেব। উত্তরঃ ১২(ক), ১৩(ঘ), ১৪(খ), ১৫(ক), ১৬(ঘ),১৭(ঘ),১৮(ক),১৯(গ),২০(ঘ),২১(খ),২২(গ),২৩(ক),২৪(খ)।
×