ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল শুরু

প্রকাশিত: ০৫:৪০, ১৩ সেপ্টেম্বর ২০১৭

ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ মঙ্গলবার থেকে শুরু হয়েছে ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। এবারে আসরের পৃষ্ঠপোষক মিনিস্টার ফ্রিজ। সকাল ১০টায় শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বিশেষ অতিথি ছিলেন মাই ওয়ান ইলেক্ট্রনিক্স ও মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের (মিনিস্টার ফ্রিজ) চেয়ারম্যান এমএ রাজ্জাক খান। ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানীর উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনÑ ফুটবল টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব দৈনিক জনকণ্ঠের ক্রীড়া সম্পাদক মজিবর রহমান, মিনিস্টার হাই-টেক পার্কের (মিনিস্টার ফ্রিজ)-এর উর্ধতন কর্মকর্তা ডাঃ উজ্জ্বল কুমার রায়, ডিআরইউ সহ-সভাপতি আবু দারদা যোবায়ের। উদ্বোধনী দিনে ৮ ম্যাচ অনুষ্ঠিত হয়, প্রথম ম্যাচে ভোরের কাগজ ১-০ গোলে করতোয়াকে, আমাদের সময় ৩-০ গোলে আজকালের খবরকে, ইউএনবি ২-০ গোলে যায়যায়দিনকে, মানবজমিন ২-০ গোলে মানবকণ্ঠকে, নয়াদিগন্ত ৩-০ গোলে নিউ নেশনকে, চ্যানেল ২৪ শেয়ারবিজকে ৪-০ গোলে, এনটিভি ২-০ গোলে আমাদের অর্থনীতিকে হারিয়েছে। নিউ এইজ মাঠে না আসায় যুগান্তর ওয়াকওভার লাভ করে। এবারের আসরে ৪০ মিডিয়া হাউস অংশ নিচ্ছে। দৈনিক জনকণ্ঠ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আগামী বৃহস্পতিবার, সকাল ১০টায়। তাদের প্রতিপক্ষ মানবজমিন। গত আসরে জনকণ্ঠ নকআউট পর্বে খেলেছিল বিধায় তারা এই আসরে প্রথম রাউন্ডে ‘বাই’ পেয়ে সরাসরি খেলবে দ্বিতীয় রাউন্ড থেকে।
×