ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাদের তালিকাতেই থাকলেন বাট

প্রকাশিত: ০৫:৩২, ৯ সেপ্টেম্বর ২০১৭

বাদের তালিকাতেই থাকলেন বাট

স্পোর্টস রিপোর্টার ॥ অনেক আশা ছিল সালমান বাটের। বিশ্ব ক্রিকেট একাদশের বিপক্ষে ‘স্বাধীনতা কাপে’ পাকিস্তান দলে থাকবেন তিনি। কিন্তু হতাশই হতে হয়েছে। তাকে নেয়া হয়নি দলে। বাদের তালিকাতেই থাকলেন বাট। তাকে বাদের তালিকাতেই রাখা হয়েছে। এরইমধ্যে বিশ্ব একাদশের বিপক্ষে খেলার জন্য পাকিস্তান দল ঘোষণা করা হয়েছে। সেই ঘোষিত দলে বাটের নাম নেই। বিশ্ব একাদশের বিপক্ষে পাকিস্তান তিনটি ম্যাচ খেলবে। ম্যাচটি পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আগামী ১২, ১৩ ও ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি। এ সিরিজের নাম দেয়া হয়েছে ‘স্বাধীনতা কাপ’। আসন্ন তিন ম্যাচ টি২০ সিরিজের জন্য ১৬ সদস্যের পাকিস্তান দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান দলের নেতৃত্ব দেবেন যথারীতি সরফরাজ আহমেদ। পিসিবির দল নির্বাচক কমিটির প্রধান ইনজামাম উল হক বলেন, ‘কন্ডিশন এবং সাম্প্রতিক সময়ে ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে কিছু খেলোয়াড়ের পারফর্মেন্স বিবেচনা করে দল নির্বাচন করা হয়েছে।’ পাকিস্তান দলে আছেন সরফরাজ আহমেদ, ফখর জামান, আহমেদ শেহজাদ, বাবর আজম, শোয়েব মালিক, উমর আমিন, ইমাদ ওয়াসিম. শাদাব খান, মুহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, হাসান আলী, আমির ইয়ামিন, রুম্মন রইস, উসমান সিনওয়ারি ও সোহেল খান। দলে নেই সুযোগ পাওয়ার আশায় থাকা বাট। পাকিস্তানের দল ঘোষণার আগে বিশ্ব একাদশের দলও ঘোষণা করা হয়। সেই দলে বাংলাদেশ থেকে ওপেনার তামিম ইকবালও আছেন। ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী-জঙ্গী হামলার পর বহু বছর কেটে গেছে। কিন্তু পাকিস্তানের মাঠে খেলা হয়নি কোন আন্তর্জাতিক ম্যাচ। তবে এর মাঝে হয়েছিল পাকিস্তান সুপার লীগের (পিএসএল) কয়েকটি ম্যাচ। আর জিম্বাবুইয়ে ২০১৫ সালে খেলেছিল পাকিস্তানের বিপক্ষে টি২০ ম্যাচ। আর কয়েকদিন পর অনুষ্ঠেয় ম্যাচগুলোর জন্য ১৪ সদস্যের স্কোয়াড আগেই ঘোষণা করা হয়ে গেছে। বিশ্ব একাদশের অধিনায়ক হিসেবে থাকবেন দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক ফাফ ডু প্লেসিস। এছাড়াও দক্ষিণ আফ্রিকান আরও তিন ক্রিকেটার আছেন বিশ্ব একাদশের স্কোয়াডে। আছেন ডেভিড মিলার, হাশিম আমলা ও পেসার মরকেল। আছেন ওয়েস্ট ইন্ডিজের দুই টি২০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামি ও স্পিনার স্যামুয়েল বদ্রি। শ্রীলঙ্কা থেকে থাকবেন অলরাউন্ডার থিসারা পেরেরা। অস্ট্রেলিয়া থেকে ডাক পেয়েছেন কিপার টিম পাইন ও সাবেক অধিনায়ক জর্জ বেইলি। ইংল্যান্ড থেকে আছেন দুই ক্রিকেটার বেন কাটিং ও পল কলিংউড। নিউজিল্যান্ড থেকে রয়েছেন গ্রান্ট ইলিয়ট।
×