ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাইকোর্টের আদেশ স্থগিত

স্বর্ণ ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে অভিযান চালানো যাবে

প্রকাশিত: ০৭:৫৮, ৩০ আগস্ট ২০১৭

স্বর্ণ ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে অভিযান চালানো যাবে

স্টাফ রিপোর্টার ॥ আইনী প্রক্রিয়া ছাড়া স্বর্ণ ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে শুল্ক গোয়েন্দাদের অভিযান চালানো যাবে না বলে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপীল বিভাগের চেম্বার জজ আদালত। এর ফলে আইন অনুযায়ী সোনার দোকানে অভিযান চালানো যাবে বলে জানিয়েছেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান। অন্যদিকে বিদেশ থেকে আনা স্ক্র্যাপ জাহাজ এমটি প্রডিউসারের পাইপে তেজস্ক্রিয় পদার্থ পাওয়ায় ওই জাহাজ ভাঙ্গার ওপর ৫ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার চেম্বার জজ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছে। যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ ছাড়া স্বর্ণ দোকানে অভিযান পরিচালনা না করতে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগের চেম্বার জজ আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের করা মামলাটি আপীল বিভাগের নিয়মিত (লিভ টু আপীল) বেঞ্চে ১২ অক্টোবর শুনানির জন্য পঠিয়েছে চেম্বার জজ আদালত। ফলে আইন অনুযায়ী স্বর্ণের দোকানে অভিযান পরিচালনা করতে পারবে বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি এ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান। আদালতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ভারপ্রাপ্ত এ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি এ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।
×