ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ২.১৩ ভাগ

প্রকাশিত: ০৪:৪১, ২৭ আগস্ট ২০১৭

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ২.১৩ ভাগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন। আলোচ্য সপ্তাহে লেনদেন বৃদ্ধির পরিমাণ ছিল ২ দশমিক ১৩ শতাংশ। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তবে গত সপ্তাহে আলোচিত ঘটনার মধ্যে ছিল নতুন তালিকাভুক্ত কোম্পানি বিবিএস কেবলের অস্বাভাবিক দরবৃদ্ধি নিয়ে বাজার নিয়ন্ত্রক সংস্থার কমিটি গঠন। আর এই কমিটি গঠনের পরদিনই দরপতনের শীর্ষে চলে আসে কোম্পানিটি। এছাড়া গত সপ্তাহে স্বল্প মূলধনী বেশ কিছু কোম্পানিরই দর বেড়েছে। সার্বিকভাবে গত সপ্তাহে বাজার পরিস্থিতি বেশ ভাল ছিল। জানা গেছে, গত সপ্তাহে ৫ কার্যদিবসে ৪ হাজার ১৬৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। যা এর আগের সপ্তাহে ৩ কার্যদিবসে ছিল ২ হাজার ৪৪৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার। সেই হিসাবে আলোচ্য সপ্তাহে লেনদেন বেড়েছে ৮৭ কোটি টাকা বা ২.১৩ শতাংশ। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৪ দশমিক ৯১ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ৫ দশমিক ৪৩ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮ দশমিক ২৬ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ৪০ শতাংশ। ডিএসইর সার্বিক সূচক বা ডিএসইএক্স বেড়েছে দশমিক ৪১ শতাংশ বা ২৪.৩১ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক বেড়েছে দশমিক ১১ শতাংশ বা ২.২৫ পয়েন্ট। অপরদিকে, শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে দশমিক ১১ শতাংশ বা ১.৪৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৬টি কোম্পানির। আর দর কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার। সাপ্তাহিক লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বিবিএস কেবল, বিবিএস, লঙ্কাবাংলা ফাইনান্স, ফরচুন সুজ, এসিআই, আরএসআরএম স্টিল, কেয়া কসমেটিক, ইফাদ অটো, সি অ্যান্ড এ টেক্সটাইল ও আইডিএলসি ফাইনান্স। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : মুন্নু সিরামিক, ইনটেক অনলাইন, নদার্ন জুট, ইউনাইটেড ফাইনান্স, শমরিতা হসপিটাল, বিবিএস, আরএসআরএম স্টিল, মুন্নু জুট স্টাফলার, ফাইন ফুড ও আল আরাফাহ ইসলামী ব্যাংক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : সন্ধানী লাইফ, জিকিউ বলপেন, ন্যাশনাল লাইফ মিউচুয়াল ফান্ড, বিডি অটোকার, কেয়া কসমেটিক, বিডি ল্যাম্প, সাভার রিফ্যাক্টরীজ, প্রাইম ফাইনান্স ১ম মিউচুয়াল ফান্ড, ভ্যানগার্ড এএমবিডি ফাইনান্স মিউচুয়াল ফান্ড ও ইসলামী ব্যাংক।
×