ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাঁশ শিল্প

প্রকাশিত: ০৪:৩২, ২৬ আগস্ট ২০১৭

বাঁশ শিল্প

সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও থেকে ॥ পীরগঞ্জ উপজেলার পালিগাঁ গ্রামে বাঁশ শিল্পের কারিগরা মানবেতর জীবন যাপন করছে। বাঁশদিয়ে তৈরিকৃত হাতপাখা, মুরগির খাঁচা,কুলা পেড়েই, ঢাকিসহ বিভিন্ন আসবাবপত্র তৈরি করে লাভবান না হয়ে অনেকেই বংশানুক্রমের এ পেশা ছেড়ে দিচ্ছে। ওই গ্রামের জয়দেব, শিলন,নেপাল, গোপালনহ ২৫টি পরিবার মানবেতর দিন যাপন করছে। মুরগির খাঁচা তৈরির কারিগর জয়দেব এ প্রতিনিধিকে জানান ৩ শ’ টাকার বাঁশ দিয়ে ২জন কারিগর মিলে দৈনিক ১৫টি খাঁচা তৈরি করা সম্ভব। ১৫টি মুরগির খাঁচার বাজার মূল্য ৬শ’ টাকা বিক্রি হলেও একজন কারিগরের দৈনিক হাজিরা ১৫০ টাকা। ওই হাজিরার টাকা দিয়ে সংসার চলে না ।ফলে পরিবার পরিজন নিয়ে অনেক বাঁশ শিল্পের কারিগরা মানবেতর টীবন যাপন করছে। সরকারীভাবে আর্থিক সহায়তা বা সহজ শর্তে ঋণ পাওয়া গেলে এ শিল্পের প্রসার ঘটবে বলে কারিগরা মন্তব্য করেণ।
×