ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সীতাকুন্ডে সাপের দংশনে ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ০১:৪৯, ২৫ আগস্ট ২০১৭

সীতাকুন্ডে সাপের দংশনে ব্যবসায়ী নিহত

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের সীতাকুন্ডে বিষাক্ত সাপের দংশনে(কামড়ে) নজরুল ইসলাম(২৬)নামে ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতেই উপজেলার বারৈয়াঢালা ছোট দারোগারহাট রেল গেইট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী ছোট দারোগারহাট গেইটঘর এলাকার একরামুল হকের পুত্র। জানা যায়, উপজেলার বারৈয়াঢালা ছোট দারোগারহাট রেল গেইট এলাকার ইলেকট্রিক সামগ্রী ব্যবসায়ী নজরুল রাতের যে কোন সময় দোকানের লাইট দেওয়ার জন্য নিজ ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে। এ সময় দোকানে আগে থেকে থাকা বিষাক্ত সাপ তাঁর হাতে দংর্শন করে। দংশন পরবর্তী স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে সীতাকু- স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ডাক্তার চিকিৎসা শেষে রোগী আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মেডিকেলে এ্যাম্বুলেন্সে নেওয়ার পথে কুমিরা নামক এলাকায় তার মৃত্যু হয়। উপজেলার বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যান মো.রেহান উদ্দিন রেহান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষাক্ত সাপে দংশন করার পর মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্য হয়েছে।’
×