ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে অবৈধ দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ০১:১৯, ২৫ আগস্ট ২০১৭

ঝালকাঠিতে অবৈধ দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠি পৌরসভার বিভিন্ন সড়কের পাশে দোকান পাটের মালামাল রেখে অবৈধ ফুটপাত দখলকারীদের দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসক। শুক্রবার সকাল ১১ টায় ঝালকাঠি শহরের কালীবাড়ী সড়ক থেকে অভিযান চালানো হয়েছে। এছাড়াও প্রধান বাজারের সড়কের পাশে দোকানের সামনে ড্রেন আটকিয়ে তরকারী বিক্রেতারদেরকে সরিয়ে দেয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এখন তাদের সরিয়ে দেওয়ার পরে পুনরায় ফুটপাত দখল করা হলে তাদের বিরুদ্ধে মোবাইলকোর্ট পরিচালনা করে জরিমানাসহ শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানকালে ৩ শতাধিক স্থাপনা চিহ্নিত করা হয়েছে এবং তা সরিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে। ঝালকাঠির জেলা প্রশাসক মো: হামিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো: জাকির হোসেন পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার ও এনডিসি রওশন আলী ও পৌর কাউন্সিলর তরুন কর্মকার সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। জেলা প্রশাসক এই কর্মকর্তাদের নিয়ে ঝালকাঠি শহরের নিস্কাশন ব্যবস্থার বড় উৎস নদীর সাথে সংশোগকারী শহরের মধ্যে অবস্থিত ময়লা ও আবর্জনা জমে নিস্কাসন বন্ধ হয়ে পড়া খালগুলির অবস্থা সরেজমিন পরিদর্শন করেছেন। এই খালগুলির আশে পাশের জায়গার মালিক খাল ভরাট করে দখল করার কারণে খালগুলি সংকীর্ন হয়ে নিস্কাসন ব্যবস্থায় বড় ধরনের হুমকির সৃষ্টি করে চলেছে।
×