ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদনে জীবাণু

প্রকাশিত: ০৪:৪৭, ২৩ আগস্ট ২০১৭

পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদনে জীবাণু

বিদ্যুতের ক্ষুদ্র সেমিকন্ডাক্টর ঘিরে এক ধরনের ব্যাকটেরিয়া তৈরি করেছেন বিজ্ঞানীরা, যেগুলো সূর্যকিরণ, কার্বন-ডাই-অক্সাইড ও পানি থেকে জ্বালানি উৎপাদন করতে পারবে। নতুন এ ব্যাকটেরিয়ার নাম দেয়া হয়েছে সাইবর্গ। এসব জীবাণু এক ধরনের এ্যাসেটিক এসিড ও রাসায়নিক উৎপাদন করবে, পরে সেগুলো জ্বালানি ও প্লাস্টিকে রূপান্তরিত হবে। গবেষণাগারের পরীক্ষায় দেখা গেছে, চুল্লির চাইতেও এসব ব্যাকটেরিয়া সূর্যের আলো সংগ্রহে বেশি কার্যকর। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আমেরিকান কেমিক্যাল সোসাইটির সভায় এ বিষয়ে গবেষণাপত্র উপস্থাপনা করা হয়েছে। বিজ্ঞানীরা বলেন, তারা বছরের পর বছর ধরে কৃত্রিমভাবে সালোকসংশ্লেষণ ব্যবহারের চেষ্টা করে যাচ্ছেন। উদ্ভিদের পাতা সবুজ হওয়ার ক্ষেত্রে প্রকৃতিতে একপ্রকার রঞ্জক রয়েছে। চিরহরিৎ প্রকৃতিতে এই রঞ্জক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সূর্যরশ্মি ব্যবহার করে উদ্ভিদ কার্বন-ডাই-অক্সাইড-পানিকে অক্সেজেন ও শর্করায় পরিণত করে। কিন্তু কৃত্রিম সালোকসংশ্লেষণের ক্ষেত্রে প্রকৃতির এই প্রক্রিয়া যথেষ্ট মনে হচ্ছে না। বিস্তর সমস্যাও তৈরি করছে। কিন্তু নতুন যে জীবাণু তৈরি করা হয়েছে, তা সোলার প্যানেলে আবৃত করে কৃত্রিম সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অগ্রগতির চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। প্রাচীন অণুজীববিজ্ঞান তন্ন তন্ন করে খুঁজে গবেষকরা দেখেছেন, কিছু জীবাণু রয়েছে, যেগুলো ক্যাডমিয়ম, পারদ ও সীসা থেকে প্রাকৃতিকভাবে নিজেকে সুরক্ষা দিতে পারে। এগুলো অনেক ভারি বস্তুকেও সালফাইডে রূপান্তর ঘটাতে পারে। এসব জীবাণু ক্ষুদ্র ও স্বচ্ছ সেমিকন্ডাক্টরে অবস্থান করতে পারে। ড. সাকিমোটো বলেন, প্রাকৃতিক উৎস থেকে সবুজ জ্বালানি উৎপাদনে এই ব্যাকটেরিয়ার কিছু ভাল গুণাবলী ও সুবিধা রয়েছে। কৃত্রিম সালোকসংশ্লেষণের অন্য যে উপায়গুলো রয়েছে, তা যথেষ্ট ব্যয়বহুল ও বিদ্যুতবাহী। Ñবিবিসি অনলাইন।
×