ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অন্যত্র নিহত ৫

পাবনায় দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল পাঁচজনের

প্রকাশিত: ০৪:৪২, ২৩ আগস্ট ২০১৭

পাবনায় দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল পাঁচজনের

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ নয়জন নিহত হয়েছে। দুর্ঘটনায় এক এসপিসহ আহত হয়েছে ২৮ জন। এরমধ্যে পাবনায় দুই বাসের সংঘর্ষে পাঁচজন, ঠাকুরগাঁওয়ে একজন, নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ, মেহেরপুরে স্যালো ইঞ্জিনচালিত যান উল্টে একজন, মাদারীপুরে এক ব্যক্তি এবং জয়পুরহাটে মারা গেছে একজন। সোম ও মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। জানা গেছে, পাবনা-ঢাকা মহাসড়কের সুজানগর থানার দুলাই ইউনিয়নের চিনাখড়ায় দুই বাসের সংঘর্ষে পাঁচজন নিহত এবং ২৫ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পাবনার সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস পাবনা থেকে ঢাকা যাচ্ছিল। অপরদিকে সিরাজগঞ্জ থেকে সাদ্দাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস পাবনা আসছিল। চিনাখড়া নামক স্থানে পৌঁছালে দুই বাসের সংঘর্ষ হয়। এ সময় বাস দুটি রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে পাঁচজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়। নিহতরা হলেন, জেলার আমিনপুর থানার দাড়িয়াপুর গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে আয়েন উদ্দিন (৬০), একই গ্রামের তায়জাল হোসেনের ছেলে মিন্টু (৩০), আতাইকুলা থানার দাপুনিয়া গ্রামের মৃত শামসুল আলমের ছেলে ও শ্যামলী পরিবহনের চালক সহকারী সোহেল রানা (৩০), সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের মৃত ফজলুল মাস্টারের ছেলে আবু সাইদ (২৫) ও নৃপেন্দ্রনাথ (৪৫)। পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ইউনূস আলী জানান, ঘটনাস্থল থেকে পাঁচ যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। অপরদিকে ২০ জনকে তাদের গাড়িতে করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয় এবং বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। পাবনা জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার জাহেদী হাসান রুমী বলেন, আহত অবস্থায় ২০ জন ভর্তি হয়েছে। এদের মধ্যে সজল (৩৫), ছানোয়ার (৩৬) নিপেন দাস (৪০), রিপন (৩০), আবুল কালাম আজাদ (২৫), রফিকুল ইসলাম (৩৫), সোহরাব (৩৭), ছানোয়ারা (৫০), রাবেয়া (২৭) আজাদ (৩০) বাবুল (৩০) ও আব্দুল কাদেরের (৫৫) অবস্থা গুরুতর। আহত আবুল কালাম আজাদকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঠাকুরগাঁও ॥ পীরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ ইসহাক আলী এর একমাত্র পুত্র মোঃ রাশেদুজ্জামান রাশেদ (২৮) সোমবার বিকেলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। নীলফামারী ॥ জেলার সৈয়দপুর বাইপাস সড়কে মোটরসাইকেলের ধাক্কায় মোস্তফা হোসেন (৭০) নামে আহত এক বৃদ্ধের নিহত হয়েছে। মঙ্গলবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বাড়ি সৈয়দপুর উপজেলার ধলাগাছ মোড়ে। কামারপুকুর ইউনিয়নের ওয়ার্ড মেম্বর মোমিনুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে রাস্তার পাশ দিয়ে হেঁটে বৃদ্ধ মোস্তফা বাড়ি ফিরছিলেন। এসময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান। মেহেরপুর ॥ মেহেরপুরে স্যালো ইঞ্জিনচালিতযান আলগামন উল্টে নিহত হয়েছে জাকিরুল ইসলাম (৪২) নামের এক কৃষক। তিনি সদর উপজেলার হিজুলি গ্রামের আশকান আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন মৌসুমি (৩২) ও তার পিতা বাহার আলী (৬৩)। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের দীনদত্ত ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। মাদারীপুর ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় আবুল বাশার নামে এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল বাশার সদর উপজেলার গৈদি গ্রামের ইয়াকুব আলি সরদারের ছেলে। ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কুমিল্লার কংস নগরে আহত হন। তবে এ ঘটনায় এসপি মিজানুর রহমান সামান্য আহত হলেও তার গাড়িটি (পাজেরো স্পোর্ট) বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন। জয়পুরহাট ॥ জয়পুরহাট-আক্কেলপুর সড়কের নয়া দুয়ারি কেচের মোড় নামক স্থানে বাসের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়। এলাকাবাসী জানায়, মঙ্গলবার দুপুরে মিজানুর রহমান মোটরসাইকেলযোগে আক্কেলপুর থেকে জয়পুরহাটে আসার সময় কেচের মোড় নামক স্থানে পৌঁছালে আক্কেলপুরগামী একটি বাস তাকে ধাক্কা দিলে মিজানুর রহমান রহমান গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
×