ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লভ্যাংশ পাঠিয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স

প্রকাশিত: ০৬:৩০, ৪ আগস্ট ২০১৭

লভ্যাংশ পাঠিয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর-২০১৬ সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বুধবার শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। আলোচ্য সময়ে প্রভাতি ইন্স্যুরেন্স ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস লভ্যাংশ। অর্থনৈতিক রিপোর্টার স্পট মার্কেটে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি আগামী রবি ও সোমবার টানা দুদিন স্পট মার্কেটে লেনদেন করবে। এ কারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর-২০১৬ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। অর্থনৈতিক রিপোর্টার
×