ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিদ্যুৎ স্থাপনায় নাশকতায় ১০ বছরের সাজা

প্রকাশিত: ২১:৪২, ৩১ জুলাই ২০১৭

বিদ্যুৎ স্থাপনায় নাশকতায় ১০ বছরের সাজা

অনলাইন রিপোর্টার ॥ দীর্ঘ ১০৭ বছরের পুরনো বিদ্যুৎ আইনের পরিবর্তন আনছে সরকার। বৃটিশ আমলের তৈরি বিদ্যুৎ আইন, ১৯১০’-এর সংস্কার এনে সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘বিদ্যুৎ আইন, ২০১৭’ এর অনুমোদন দেওয়া হয়। নতুন এই আইনে বিদ্যুৎ স্থাপনায় নাশকতার অপরাধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ১০ কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। তবে এই আইনে বিচারক ৭ বছরের নিচে কোনো দণ্ড দিতে পারবেন না। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এ ছাড়া তিনি বলেন, প্রস্তাবিত আইনে নতুন বিধান হিসেবে বিদ্যুতের লাইসেন্সের সঙ্গে জড়িত সরকারি সংস্থাগুলোর কর্মকর্তাদেরও আইন লঙ্ঘনের জন্য শাস্তির আওতায় আনা হয়েছে। এখন কোনো কর্মকর্তা সরবরাহকৃত এলাকার বাইরে বিদ্যুৎ সরবরাহসহ আইনের বিধান লঙ্ঘন করলে এক বছরের কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হবে। এ রকমভাবে আরও কয়েকটি অপরাধের জন্য শাস্তি বাড়ানো হয়েছে। এ ছাড়াও আজকের সভায় (প্রতিরক্ষাবাহিনীগুলোর প্রধানদের নিয়োগ-বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন ২০১৭ এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগেই এর নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। আজ চূড়ান্ত খসড়ার অনুমোদন দেওয়া হবে।
×